Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুনে ঢাকায় আসতে চায় বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৩ ১৯:৫৬

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা জাতীয় দলকে ঢাকায় নিয়ে আসার উদ্যোগের কথা জানানো হয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে। সেই উদ্যোগ সফল হওয়ার পথে। আগামী জুনে ঢাকায় আসার ব্যাপারে সম্মত হয়েছে লিওনেল মেসি, অ্যাঞ্জেলো ডি মারিয়াদের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা।

বাফুফের একটি বিশ্বস্ত সূত্র সারাবাংলাকে নিশ্চিত করেছে বিষয়টি। আগামীকাল সংবাদ সম্মেলন ডেকেছে বাফুফে। এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে সেখানেই।

বিজ্ঞাপন

বাফুফে সূত্র জানিয়েছে, ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচের প্রতিপক্ষ কে হবে তা এখনো ঠিক হয়নি। বাংলাদেশ-আর্জেন্টিনার যৌথ আলোচনায় নির্ধারিত হবে সেই ম্যাচের প্রতিপক্ষ।

অবশ্য তার আগে অনেক আনুষ্ঠানিকতাই বাকি। কারণ আর্জেন্টিনা সদ্য বিশ্বচ্যাম্পিয়ন দল। ফলে তাদের বিভিন্ন শর্ত থাকতে পারে। সেসব পূরণ করার বিষয়ও থাকবে।

২০১১ সালে বাংলাদেশে একটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেবার মেসিতে পেছনে সাড়ে তিন মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হয়েছিল বাফুফেকে। এখন তারা বিশ্বচ্যাম্পিয়ন বলে খরচের অঙ্ক বেড়ে যাবে অনেকটা।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছিলেন, চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পেছনেই খরচ করতে হবে সাত মিলিয়ন মার্কিন ডলার। প্রতিপক্ষ দলের জন্য খরচ হবে আরও তিন মিলিয়ন মার্কিন ডলার।

অন্য একটি সমস্যাও আছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। আপাতত খেলা বন্ধ আছে স্টেডিয়ামটিতে। আর্জেন্টিনা আসার আগে সেখানে দ্রুত কাজ শেষ করে নেওয়ার চাপও থাকবে। বাফুফের জন্য বিষয়গুলো বড় চ্যালেঞ্জই বটে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

আর্জেন্টিনা চ্যাম্পিয়ন লিওনেল মেসি

বিজ্ঞাপন

বিদেশ বিভুঁই। ছবিনামা-১
২৪ নভেম্বর ২০২৪ ২৩:০০

আরো

সম্পর্কিত খবর