এবার ডাবল সেঞ্চুরি করলেন শুভমান গিল
১৮ জানুয়ারি ২০২৩ ২২:২৫
গত ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি করেছিলেন ভারতের তরুণ ওপেনার ইশান কিষান। এবার ডাবল সেঞ্চুরি করলেন ভারতের আরেক তরুণ ওপেনার শুভমান গিল। হায়দ্রাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪৯ বলে ২০৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন গিল।
ওয়ানডেতে সর্বকনিষ্ঠ দ্বিশতক করা ক্রিকেটারও বনে গেলেন গিল। দ্বিশতক করার দিনে তার বয়স ২৩ বছর ১৩২ দিন। এই রেকর্ড আগে ছিল ইশান কিষানের দখলে। বাংলাদেশের বিপক্ষে দ্বিশতক করার দিন কিষানের বয়স ছিল ২৪ বছর ১৪৫ দিন।
ওয়ানডে ইতিহাসে দশম ডাবল সেঞ্চুরি করলেন গিল। অষ্টম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। আটজনের মধ্যে পাঁচ জনই ভারতের। ভারতের রোহিত শর্মা একাই করেছেন তিন ডাবল সেঞ্চুরি। এছাড়া একটা করে ডাবল সেঞ্চুরি আছে শচীন টেন্ডুলকার, বীরেন্দ্রন শেবাগ, মার্টিন গাপটিল, ক্রিস গেইল, ফখর জামানের।
হায়দ্রাবাদের রাজিব গান্ধি স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ৩৪৯ রানের বিশাল সংগ্রহ গড়েছে ভারত। তার মধ্যে গিল একাই করেছেন ২০৮ রান। ৫২ বলে ফিফটি পূর্ণ করেছেন ডানহাতি তরুণ ব্যাটার। তারপর রান তোলার গতি বাড়িয়েছেন। ৮৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন। সেঞ্চুরি পূর্ণ করার সময় ছক্কা হাঁকিয়েছিলেন ২টি, চার ১৪টি।
১২২ বলে দেড়শ পূর্ণ করেছেন গিল। দ্বিশতক পূর্ণ করেছেন ১৪৫ বলে। লোকি ফার্গুসনকে লং-অফ দিয়ে ছক্কা হাঁকিয়ে দুইশো পেরুনোর পরের বলে আবারও ছক্কা হাঁকান গিল। পরে আরেকটি ছক্কা হাঁকাতে গিয়ে সীমানায় ধরা পরেছেন ২০৮ রানে। এই ইনিংস খেলার পথে ১৯টি চার, ৯টি ছক্কা মেরেছেন গিল। যাতে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রানে থেমেছে ভারত।
পরে নিউজিল্যান্ডও রানের বন্যা বইয়ে দিয়েছে। মিশেল ব্রেওয়েলের ঝড়ো সেঞ্চুরিতে জয়ের সুবাসও পাচ্ছিল নিউজিল্যান্ড। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে মাত্র ৭৮ বল খেলে ১২টি চার ১০টি ছয়ে ১৪০ রান করেছেন তিনি। মিশেল স্যান্টনার ৪৫ বলে করেছেন ৫৭ রান।
৪৯.২ ওভারে ৩৩৭ রানে থেমেছে নিউজিল্যান্ড। গিলের স্মরণীয় ডাবল সেঞ্চুরিতে ১২ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে ভারত।
সারাবাংলা/এসএইচএস