ইফতিখার-সাকিব বিশ্বরেকর্ডের ম্যাচে বরিশালের বড় জয়
২০ জানুয়ারি ২০২৩ ০০:১২
পঞ্চম উইকেট জুটিতে ইফতিখার আহমেদ ও সাকিব আল হাসানের বিশ্বরেকর্ড জুটিতে ২৩৮ রানের রেকর্ড স্কোড় গড়েছিল ফরচুন বরিশাল। ম্যাচের ফল আন্দাজ করা যাচ্ছিল তখনই। এতো বড় স্কোর তাড়া করতে পারেনি প্রতিপক্ষ রংপুর রাইডার্স। রান পাহাড়ের জবাব দিতে নেমে ১৭১ রানে থেমেছে রংপুর। যাতে ৬৭ রানের বিশাল বড় জয় পেয়েছে ফরচুন বরিশাল।
পঞ্চম ম্যাচ খেলতে নেমে সাকিবের বরিশালের এটা চতুর্থ জয়। অপর দিকে পঞ্চম ম্যাচ খেলতে নেমে তৃতীয় হারের মুখ দেখল রংপুর।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৩৮ রানের বিশাল স্কোর তাড়া করতে হরে রংপুরের হয়ে বিধ্বংসী হতে হতোই কাউকে না কাউকে। দুই তরুণ শামীম পাটোয়ারি ও নাঈম শেখ অবশ্য দুটি ঝড়ো ইনিংস খেলেছেনও। তবে ইনিংস দুটি বড় হয়নি।
তাছাড়া রংপুর নিয়মিত বিরতিতে উইকেটও হারিয়েছে। যাতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭১ রানে থেমেছে রংপুর। নাঈম শেখ ১৮ বলে ৩১ রান করেছেন। শামীম পাটোয়ারি ২৪ বলে ৩টি চার ৪টি ছয়ে অপরাজিত ৪৪ রান করেন। এছাড়া ২৪ বলে ৩৩ রান করেছেন মোহাম্মদ নাওয়াজ।
বরিশালের হয়ে ২৬ রানে তিনটি উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। দুটি করে উইকেট নিয়েছেন কামরুল ইসলাম ও মোহাম্মদ ওয়াসিম।
এর আগে ইফতিখার আহমেদ ও সাকিব আল হাসানের ব্যাটিং তাণ্ডব দেখেছে চট্টগ্রামের দর্শকরা। ম্যাচের শুরুটা অবশ্য সুবিধার হয়নি বরিশালের। পঞ্চম ওভারে এনামুল হক বিজয় ও ইব্রাহিম জাদরানকে তিন বলের ব্যবধানে হারায় বরিশাল। দলীয় ৪৬ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় রংপুর।
সেই বরিশাল শেষ পর্যন্ত গিয়ে থামে ২৩৮ রানে! যার বড় কৃতীত্ব ইফতিখার আহমেদ ও সাকিব আল হাসানের। পঞ্চম উইকেট জুটিতে মাত্র ৮৬ বল খেলে অবিচ্ছিন্ন ১৯২ রানের জুটি গড়েন দুজন। টি-টোয়েন্টিতে পঞ্চম উইকেট জুটিতে সর্বোচ্চ জুটির বিশ্বরেকর্ড এটি।
ইফতিখার মাত্র ৪৫ বলে ৬টি চার ও ৯টি ছয়ে ঠিক ১০০ রান করেন। পাকিস্তানি অলরাউন্ডারের এটা প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। সাকিব আল হাসানও টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেছেন। মাত্র ৪৩ বল খেলে ৯টি চার ৬টি ছক্কায় ৮৯ রানে অপরাজিত ছিলেন সাকিব।
সারাবাংলা/এসএইচএস