নেশনস লিগের সেমিতে লড়বে ইতালি-স্পেন, ডাচ-ক্রোয়েশিয়া
স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৩ ১৭:৪৩
২৫ জানুয়ারি ২০২৩ ১৭:৪৩
ফিফা বিশ্বকাপের পর আবারও শুরু হতে যাচ্ছে জাতীয় দলের ফুটবল। উয়েফা নেশনস লিগের সেমিফাইনালিস্ট নিশ্চিত হলেও বিশ্বকাপের আগে হয়নি ড্র। তবে বিশ্বকাপের প্রায় এক মাস পর এসে নেশনস লিগের সেমিফাইনালের ড্র হলো। এবার সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে ফিফা বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া। আর স্পেনের প্রতিপক্ষ ইতালি।
নেশনস লিগের সেমিফাইনালে ২০২২ বিশ্বকাপের ব্রোঞ্জজয়ী ক্রোয়েশিয়া প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নেদারল্যান্ডসকে। ইউরোজয়ী ইতালি খেলবে স্পেনের বিপক্ষে। শেষ চার থেকে তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল হবে জুনে। সব ম্যাচ হবে নেদারল্যান্ডসে।
নেশনস লিগ সেমিফাইনাল—
১৪ জুন: নেদারল্যান্ডস-ক্রোয়েশিয়া, রটারডাম
১৫ জুন: স্পেন-ইতালি, এনচিদে
তৃতীয় স্থান প্লে-অফ
১৮ জুন, এনচিদে
ফাইনাল
১৮ জুন, রটারডাম
সারাবাংলা/এসএস