কাতার বিশ্বকাপে পর্তুগালের ব্যর্থতার পরেই দায়িত্ব ছাড়তে হয় কোচ ফার্নান্দো সান্তোসের। এরপর প্রায় এক মাস ধরেই নতুন ঠিকানা খুঁজছিলেন সান্তোস। এবার পোল্যান্ডের নতুন কোচের দায়িত্ব নিলেন ক্রিস্টিয়ানো রোনালদোদের সাবেক এই কোচ।
মঙ্গলবার পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে সান্তোস বলেন, ‘আজ থেকে আমি পোলিশ। এখানকার কোচ হিসেবে কাজ করার দায়িত্ব পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’
পোল্যান্ডের ফুটবল ফেডারেশনের প্রধান সিজার ক্লুসজা বলেন, ‘পছন্দের বিষয়টি কঠিন ছিল, কিন্তু আমরা সেরা কোচকেই বেছে নিয়েছি। এ মুহূর্তে আমাদের মূল লক্ষ্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব পার করা। আগামী বছর জার্মানিতে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।’
কাতার বিশ্বকাপের পর পোল্যান্ড দলের দায়িত্ব ছাড়েন মিশিনিউইজ। এখন তার জায়গায় পোল্যান্ডের ডাগ আউটের দায়িত্ব নিলেন ৬৮ বছর বয়সী সান্তোস।
২০১৪ সালে পর্তুগালের দায়িত্ব নেওয়ার পর ২০১৬ সালে দেশটিক ইউরোর শিরোপা এনে দেন। এরপর জেতেন ২০১৯ সালে প্রথম উয়েফা নেশনস লিগও। কাতারে সবশেষ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। দলের এমন পারফরম্যান্সের পর কোচের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান সান্তোস।