Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবাহনী ও সোনালী ব্যাংকের টানা জয়


৩ মে ২০১৮ ২০:৩৪ | আপডেট: ৩ মে ২০১৮ ২১:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকাঃ চলমান গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার হকি লিগে মেরিনার-আবাহনীর মতো হ্যাভিয়েট দলগুলো বড় জয় নিয়ে মাঠ ছাড়ছে। তারই ধারাবাহিকতায় আজও বড় জয় তুলে নিয়েছে ঢাকা আবাহনী। জয় পেয়েছে সোনালী ব্যাংক এসসিও।

গুলিস্তাস্থ মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের নীল টার্ফে বৃহস্পতিবার লিগের নির্ধারিত তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

প্রথম ম্যাচে সোনালী ব্যাংক এসসি ৩-১ গোলে সাধারণ বীমাকে হারিয়েছে। সোনালীর হয়ে তিন গোল পান প্রমোদ দেওয়ান, রাজীব দাস ও প্রসেনজিৎ রায়। সাধারণ বীমার হয়ে একমাত্র গোলটি আসে লাভরোজ সিংয়ের কাছ থেকে।

দ্বিতীয় খেলায় শিরোপার অন্যতম দাবিদার ঢাকা আবাহনী ৮-০ গোলে ভিক্টোরিয়া এসসিকে হারিয়েছে। দুটি করে গোল পান মহসিন ও রোমান সরকার। ১ টি করে গোল পেয়েছেন আশরাফুল, কৃষ্ণ কুমার, আরশাদ হোসেন ও সরোয়ার হোসেন।

বিজ্ঞাপন

তৃতীয় খেলায় বাংলাদেশ এসসি ২-১ গোলে আজাদ এসসিকে হারায়। বাংলাদেশ এসসির পক্ষে গোল ইকবাল নাইর প্রিন্স ও মো. কাহীন । আজাদ এসসির হয়ে একমাত্র গোলটি আসে রোহান সাব্বিরের স্টিক থেকে।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর