অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা দলে বাংলাদেশের স্বর্ণা
৩০ জানুয়ারি ২০২৩ ১৮:৪৫ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩ ১৮:৫২
দারুণ সম্ভাবনা জাগলেও আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সেমিফাইনাল খেলা হয়নি বাংলাদেশের। মাত্র এক ম্যাচ হারাতেই সেমির আগে বিদায় নিতে হয়েছে অনূর্ধ্ব-১৯ নারী দলকে। তবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই হার বাদ দিলে পুরো টুর্নামেন্টই দারুণ খেলেছে বাংলাদেশ। স্বর্ণা আক্তার দুর্দান্ত ব্যাটিং করেছেন। যার পুরস্কারও পেলেন তরুণ এই ব্যাটার। বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন স্বর্ণা।
হিটিংয়ের দারুণ সামর্থ্যের কারণে আলোচনায় ছিলেন। বিশ্বকাপে নিজের সামর্থ্যের প্রমাণ দেখিয়েছেন। টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে ১৫৩ রান করেছেন স্বর্ণা, স্ট্রাইক রেট ১৫৭.৭২। বিশ্বকাপে ১৫০ এর বেশি স্ট্রাইক রেটে ১৫০ এর বেশি রান করতে পেরেছেন মাত্র একজনই। ভারতীয় অধিনায়ক শেফালি বর্মা। টুর্নামেন্টে বাংলাদেশের স্বর্ণা ছক্কা মেরেছেন ৬টি। কেবল শেফালিই স্বর্ণার চেয়ে বেশি ছক্কা মেরেছেন। ভারতীয় অধিনায়ক ছক্কা মেরেছেন ৭টি।
বিশ্বকাপের সেরা একাদশে চ্যাম্পিয়ন ভারতের তিনজন সুযোগ পেয়েছেন। রানার্সআপ ইংল্যান্ডেরও তিনজন সুযোগ পেয়েছেন। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা থেকে আছেন একজন করে। বিশ্বকাপের সেরা একাদশে পাকিস্তানের একজন জায়গা পেয়েছেন দ্বাদশ খেলোয়াড় হিসেবে।
বিশ্বকাপ শেষ হলেও বাংলাদেশের স্বর্ণা আক্তার আছেন দক্ষিণ আফ্রিকাতেই। কদিন পর সেখানে জাতীয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। জাতীয় পর্যায়ে বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন স্বর্ণা। এদিকে বাংলাদেশ জাতীয় নারী দলও ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা গিয়ে পৌঁছেছে।
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির সেরা একাদশ:
শ্বেতা সেহরাওয়াত (ভারত), গ্রেস স্ক্রিভেন্স (অধিনায়ক) (ইংল্যান্ড), শেফালি বর্মা (ভারত), জর্জিয়া প্লিমার (নিউজিল্যান্ড), দেউমি ভিহাঙ্গা (শ্রীলঙ্কা), স্বর্ণা আক্তার (বাংলাদেশ), কারাবো মেসো (উইকেটকিপার) (দক্ষিণ আফ্রিকা), পর্শভি চোপড়া (ভারত), হান্না বেকার (ইংল্যান্ড), এলি অ্যান্ডারসন (ইংল্যান্ড), মেগি ক্লার্ক (অস্ট্রেলিয়া), আনোশা নাসির (পাকিস্তান) (দ্বাদশ খেলোয়াড়)।
সারাবাংলা/এসএইচএস