Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের আগেই গুছিয়ে উঠবে আর্জেন্টিনা


১৭ ডিসেম্বর ২০১৭ ১৫:১২

সারাবাংলা ডেস্ক

এবারের বিশ্বকাপ বাছাইয়ে ধুঁকতে থাকা আর্জেন্টিনাকে সরাসরি বিশ্বকাপের টিকিট পাইয়ে দেন লিওনেল মেসি। বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরকে হারায় আর্জেন্টিনার। সেই ম্যাচে হ্যাটট্রিক করেন মেসি। ধুঁকতে ধুঁকতে রাশিয়ার টিকিট নিশ্চিত করলেও আর্জেন্টিনার দলপতি মেসি জানিয়েছেন, বিশ্বমঞ্চে মাঠে নামার আগেই গুছিয়ে উঠবে তার দল।

২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। ২০১৮’র বিশ্বকাপে বদলে যাওয়া একটি দলকে দেখবে বিশ্বমঞ্চ-এমনটি জানিয়ে রেখেছেন মেসি।

বার্সার জার্সিতে সব পাওয়া মেসির আক্ষেপ জাতীয় দলের হয়ে কিছুই না পাওয়া। গত বিশ্বকাপে মেসির হাত ধরেই ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের গোলে ব্রাজিল বিশ্বকাপের শিরোপা ছোঁয়া হয়নি মেসি বাহিনীর। জার্মানি শিরোপা জিতে নেয়। পর পর দুইবার কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল মেসির দল। দুইবারই চিলির বিপক্ষে হেরে রানার্সআপ হতে হয়েছিল আর্জেন্টিনাকে।

জাতীয় দলের জার্সিতে পর পর তিনটি মেগা ইভেন্টের ফাইনালে দলকে তুলেছিলেন মেসি। কিছু না পাওয়ার বেদনায় আর অভিমানে গত বছর মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়ে দেন মাত্র ২৯ বছর বয়সে। পরে দলের কোচ, দেশের প্রেসিডেন্ট মেসিকে আবারো জাতীয় দলে ফিরিয়ে আনেন। এবার ৩০ বছর বয়সী মেসির সামনে আরেকটি বিশ্বকাপের মঞ্চ প্রস্তুত। মেসি জানান, ‘আমরা যখন এক হয়ে খেলি তখন সব কিছুই সম্ভব। বর্তমান স্কোয়াড বেশ ব্যালেন্সড। প্রতিদিনই আমরা উন্নতি করছি। আশা করি বিশ্বকাপের আগে বদলে যাওয়া একটি দলকে দেখবে আর্জেন্টিনার সমর্থকরা। মেগা এই ইভেন্টের আগেই আমরা পুরোপুরি গুছিয়ে উঠব।’

বিজ্ঞাপন

ফুটবল ক্যারিয়ারে প্রায় সব কিছুই জিতেছেন, জেতা হয়নি কেবল দেশের হয়ে বিশ্বকাপ। মেসির কাছে ট্রফি পাওনা নয়, ফুটবলের কাছেই ট্রফিটা পাওনা মেসির-এমনটি মনে করেন আর্জেন্টিনার কোচ জর্জ সাম্পাওলি। মেসিরও আশা, ফুটবল তার এই পাওনাটা শোধ করে দেবে।

মেসি আরও জানান, ‘আমরা নতুন কোচের অধীনে কঠিন চারটি ম্যাচ খেলেছি। আগের থেকেও জাতীয় দল এখন বেশ পরিণত। ইকুয়েডর ম্যাচের পর থেকেই আমাদের প্রত্যেকের মধ্যে আত্মবিশ্বাস ফিরে এসেছে। বিশ্বকাপে আমাদের আরও উন্নতির ছায়া রাখতে হবে। ঝুঁকি নিতে হবে, নয়তো কিছুই অর্জন করা সম্ভব নয়। আমি আবারো বলতে চাই, জাতীয় দল বদলে গেছে। আমরা গুছিয়ে উঠেই মাঠে নামবো।’

গ্রুপ ‘ডি’তে থাকা মেসির আর্জেন্টিনা রাশিয়া বিশ্বকাপে খেলবে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া আর নাইজেরিয়ার বিপক্ষে। বিশ্বমঞ্চের সপ্তম আর নিজেদের প্রথম ম্যাচে আগামী ১৬ জুন মস্কোয় মেসি বাহিনীকে লড়তে হবে আইসল্যান্ডের বিপক্ষে। ২১ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। আর গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৬ জুন আর্জেন্টিনার মুখোমুখি হবে নাইজেরিয়া।

সারাবাংলা/এমআরপি/১৭ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর