Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোনালদোকে ছাড়িয়ে মেসির নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৭

ডিসেম্বরে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে ক্যারিয়ারে পূর্ণতা পেয়েছেন লিওনেল মেসি। এখন নামের পাশে কিছু রেকর্ড তোলা বাকি আছে। যার একটি বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে মঁপিলিয়ের বিপক্ষে করে ফেলেছেন মেসি।

মঁপিয়েলের বিপক্ষে ১ গোল করে ছাড়িয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে চিরপ্রতিদ্বন্দ্বীর করা সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন খুদে জাদুকর। গতকালের ম্যাচ খেলতে নামার আগে ৬৯৬ গোল নিয়ে পর্তুগিজ তারকার সঙ্গে একই বিন্দুতে ছিলেন আর্জেন্টাইন মহাতারকা।

বিজ্ঞাপন

তবে শীর্ষে উঠেই শেষ নয় মেসির। চলতি মৌসুম এখনো মাঝপথে, বাকি রয়েছে আরও সময়। এই সময়ের মধ্যে রোনালদোর থেকে নিজেকে আরও খানিকটা দূরে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে মেসির সামনে।

সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ায় ইউরোপ অধ্যায় শেষ হয়েছে রোনালদোর। আর তাতেই রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার পথ আরও সহজ হয়েছে মেসির জন্য। ৬৯৭ গোলের মধ্যে বার্সেলোনার হয়ে ৬৭২ গোল করেছেন মেসি। আর বাকি ২৫ গোল হচ্ছে পিএসজির হয়ে। অন্যদিকে রোনালদোর করা ৬৯৬ গোল হচ্ছে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডের ১৪৫ ও জুভেন্টাসের ১০১ গোলের সমষ্টি।

সারাবাংলা/এসএস

ক্রিস্টিয়ানো রোনালদো রেকর্ড লিওনেল মেসি সর্বোচ্চ গোলদাতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর