চোটের কারণে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে নেই হ্যাজেলউড
৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১৪
বর্ডার-গাভাস্কার ট্রফির চার ম্যাচের সিরিজ খেলতে ভারতে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। নাগপুরে আগামী ৯ ফেব্রুয়ারি মাঠে গড়াচ্ছে সিরিজের প্রথম ম্যাচটি। আর এর আগেই চোটে জর্জরিত অস্ট্রেলিয়া দল। প্রথমে মিচেল স্টার্ক আর এবার অভিজ্ঞ পেসার জশ হ্যাজেলউড। কেবল প্রথম টেস্টই নয়, হ্যাজেলউড অনিশ্চিত দ্বিতীয় টেস্টেও। বাঁ পায়ের চোটে ভুগছেন তিনি।
গত জানুয়ারিতে সিডনি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বাঁ পায়ে চোট পান তিনি। সেই চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি। আর তাই তো ভারতে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে বল হাতে নামেননি তিনি। করেননি পুরোদমে অনুশীলনও।
হ্যাজেলউডের অনুপস্থিতিতে প্রথম টেস্টে স্কট বোল্যান্ডের খেলা প্রায় নিশ্চিত। স্কট বোল্যান্ড এখন পর্যন্ত মাত্র ছয়টি টেস্ট খেলেছেন, যার সবকটি অস্ট্রেলিয়ার মাটিতে। তাই ভারতের মাটিতে কেমন করবে সেটিও ভাবনার ব্যাপার। এদিকে আঙুল চোট না সারায় পেস অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন বল করার অবস্থায় নেই। সব মিলিয়ে একাদশ বাছাই করতে কিছুটা চিন্তায় পড়তে হচ্ছে সফরকারীদের।
নিজের অনুপস্থতিতে অস্ট্রেলিয়া দল ভুগবনে না বলে মনে করছেন হ্যাজেলউড। পূর্ণ বিশ্বাস রাখছেন তার দুই সতীর্থের ওপর। বোল্যান্ড এবং ল্যান্স মরিস তার শূন্যস্থান পূরণ করবেন বলে বিশ্বাস করেন হ্যাজেলউড। তিনি বলেন, ‘মেলবোর্নে ফ্লাট উইকেটে প্রচুর বল করেছে বোলান্ড। সে জানে এই ধরণের উইকেটে কেমন করতে হয়। এছাড়া আমাদের ল্যান্স মরিস আছে, যে কিনা রিভার্স সুইং করাতে পারে। তারা ম্যাচে প্রভাব রাখার জন্য যথেষ্ট সামর্থ্য রাখে।’
দুই অভিজ্ঞ পেসার না থাকায় বোলিং বিভাগ কিছুটা দুর্বল হয়ে পড়েছে অজিদের। তবে দলে আছেন অভিজ্ঞতা সম্পন্ন পেসার প্যাট কামিন্স এবং স্পিনার নাথান লায়ন। আর ব্যাট হাতে অজিদের দুই স্তম্ভ স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশেন।
সারাবাংলা/এসএস