Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে নিজেদের ছাপ রাখতে চায় বাংলাদেশের নারীরা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৩২

বাংলাদেশ নারী ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে ২০১৪ সাল থেকে। কদিন পর দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়া বিশ্বকাপটি নারী দলের জন্য হতে যাচ্ছে পঞ্চম বিশ্বকাপ। অথচ এখন পর্যন্ত বিশ্ব আসরে জয় কিনা মাত্র দুটি! সেটাও মিলেছিল ২০১৪ সালে দেশের মাটিতে অনুষ্ঠিত হওয়া নিজেদের প্রথম বিশ্বকাপে, ভাবা যায়! দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এই বিবর্ণ ইতিহাস বদলানোর কথা শুনিয়েছিলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এবার অভিজ্ঞ পেসার জাহানারা আলম বললেন, বিশ্বকাপের সব ম্যাচই জয়ের জন্য খেলবেন তারা।

বিজ্ঞাপন

ভারতীয় দৈনিক ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা বলেন, ‘বিশ্বকাপে আমরা নিজেদের একটা ছাপ রাখতে চাই। অবশ্যই সব দলের বিপক্ষে জেতার জন্য খেলব আমরা।’

দক্ষিণ আফ্রিকায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে। কদিন আগে দক্ষিণ আফ্রিকাতেই হয়ে গেল অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ। যেখানে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ।

শক্তিশালী অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কদিন পর শুরু হতে যাওয়া মূল বিশ্বকাপেও গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। বয়সভিত্তিক পর্যায়ে জয়ের আত্মবিশ্বাস নিয়ে নিশ্চয় এবারও অজিদের হারাতে চাইবে বাংলাদেশ।

তবে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেট আর জাতীয় দলের ক্রিকেটে যে অনেক ব্যবধান সেটাও স্মরণ করিয়ে দিলেন জাহানারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে জাহানারা বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যবধান অনেক। আমাদের মেয়েরা সেই বিশ্বকাপে সাহসী ক্রিকেট খেলেছে। কিন্তু সিনিয়র দলে অস্ট্রেলিয়া আমাদের চেয়ে সব কিছুতে অনেক এগিয়ে।’

২০১৪ বিশ্বকাপের দুই জয়ের পর এই টুর্নামেন্টে ১২ ম্যাচ খেলেছে বাংলাদেশ, হেরেছে সবগুলোতেই। এবার গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের অপর প্রতিপক্ষরা হলো- নিউজিল্যান্ড, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা। ১২ ফেব্রুয়ারি শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সারাবাংলা/এসএইচএস

জাহানারা আলম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর