ফের ম্যানসিটির বিপক্ষে আর্থিক নিয়ম ভাঙার অভিযোগ
৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:০৬
ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রায় ৪ বছর ধরে তদন্ত চালিয়ে অবশেষে আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগ এনেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। বিষয়টি এখন একটি স্বাধীন কমিশনের কাছে পাঠানো হবে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। তারা জানায়, ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে ২০১৭-১৮ মৌসুমের মধ্যে নিয়ম ভাঙার ঘটনাগুলি ঘটেছে। অভিযোগগুলো রাজস্ব সংক্রান্ত আর্থিক তথ্য, কোচ ও খেলোয়াড়দের পারিশ্রমিকের বিবরণ, উয়েফার নিয়ম লঙ্ঘন এবং প্রিমিয়ার লিগের তদন্তে সহযোগিতা না করার সঙ্গে সম্পর্কিত।
তদন্তে ম্যানচেস্টার সিটি দোষী প্রমাণ হলে তাদের ওপর আসতে পারে নানান শাস্তি। তাদের পয়েন্ট কাটা এবং সেই সঙ্গে বহিষ্কারও হতে পারে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
২০২০ সালে উয়েফার ফাইনান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) ভঙ্গের দায়ে ইউরোপিয়ান টুর্নামেন্টে দুই বছরের জন্য নিষেধাজ্ঞায় পড়েছিল সিটিজেনরা। তবে পরবর্তীতে আপিল করে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে রায় নিজেদের পক্ষে পায় সিটি।
আবুধাবি ইউনাইটেড গ্রুপ ২০০৮ সালে ম্যানচেস্টার সিটির মালিকানা নেয়। এরপর ছয়টি লিগ শিরোপা জেতে সিটি। যার মধ্যে শেষ পাঁচ মৌসুমেই চারবার শিরোপা ঘরে তুলেছে সিটিজেনরা।
চলতি মৌসুমে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইপিএলের টেবিলে দুইয়ে আছে সিটি। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
সারাবাংলা/এসএস
আর্থিক নিয়ম ভঙ্গ ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ এফএফপি ম্যানচেস্টার সিটি