Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমিকম্পে ধ্বংসস্তূপে ফুটবলাররাও চাপা পড়ে আছেন

স্পোর্টস ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৩

তুরস্ক-সিরিয়াতে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ইতোমধ্যেই পাঁচ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। ধংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছে হাজার হাজার মানুষ। তাদেরকে উদ্ধার অভিযান চলছে।

এরই মধ্যে ক্রীড়াঙ্গনেও আসতে শুরু করেছে দুঃসংবাদ। ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে সবধরণের খেলাধূলা স্থগিত করেছে দেশটির সরকার। ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেক খেলোয়াড়। তুরস্কের ভয়াবহ বিপর্যয়ে সমবেদনা জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, উয়েফাসহ বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা।

বিজ্ঞাপন

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে তুরস্কের ক্লাবের ঘানার ফুটবলার ক্রিস্টিয়ান আতসু আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া চেলসি ও নিউক্যাসেলের সাবেক এ ফুটবলার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে ডেইলি মেইল। তিনি তুর্কির ক্লাব হাতায়স্পরে খেলেন।

পর্তুগিজ স্পোর্টস সাইট ‘এ বোলা’র বরাতে ডেইলি মেইল জানিয়েছে, ভূমিকম্পের ঘটনায় ৩১ বছর বয়সী ঘানার ওই ফুটবলার ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। পরে জরুরি উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করে। তার শ্বাস নিতে সমস্যা হওয়ায় এবং ডান পায়ে আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আতসুর সঙ্গে ক্লাবটির ডিরেক্টর তানের সাভুতও এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজের তালিকায় আছেন তুর্কি ফুটবলার ইয়ুপ তারকাসলান। তুর্কি সংবাদমাধ্যমের খবর, ধ্বংসস্তূপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এমন খবর নাকচ করে দিয়েছেন মালাতয়াসপোরের সভাপতি হাচি ইয়ামান। তিনি জানিয়েছেন, তারকাসলানকে খোঁজার প্রক্রিয়া এখনো চলমান আছে। আমরা আশা করছি ভালো খবর পাবো।’

বিজ্ঞাপন

কেবল ফুটবলাররই নন, তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ের নারী ভলিবল দলের ১৪ খেলোয়াড় ধসে পড়া ভবনের নিচে আটকা পড়েছেন। খোঁজ মিলছে না একটি স্কুল দলেরও। ভূমিকম্পের পর এখনও সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না তাদের পরিবার। ধারণা করা হচ্ছে ধ্বসে পড়া গ্র্যান্ড ইসিয়াস হোটেলের ধ্বংসস্তূপে আটকে থাকতে পারেন তারা।

তুরস্ক-সিরিয়ায় এই ভূমিকম্পে দেশটিতে সাত দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং সমস্ত ক্রীড়া ইভেন্ট স্থগিত করা হয়েছে।

সারাবাংলা/এসএস

তুরস্ক ভূমিকম্প তুরস্ক-সিরিয়া ধ্বংসস্তূপ ভূমিকম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর