Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫৮ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:০০

এই ম্যাচে ড্র করতে পারলেই ফাইনাল নিশ্চিত হতো বাংলাদেশের। কেননা আগের ম্যাচে নেপালের কাছে হেরে বিদায় নিয়েছিল ভারত। তবে নিজেদের সামর্থ্যের জানান দিয়ে বাংলাদেশ ফাইনাল। শামসুন্নাহারের হ্যাটট্রিকের সঙ্গে আকলিমাও জালের দেখা পেয়েছেন দুইবার। এতেই ভুটানকে ৫-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লিগের সেরা দল হিসেবে ফাইনালে উঠল গোলাম রব্বানী ছোটনের দল।

বিজ্ঞাপন

দিনের প্রথম ম্যাচে শিরোপাধারী ভারতকে ৩-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লিগের দ্বিতীয় সেরা দল হিসেবে ফাইনালে উঠেছে নেপাল। বৃহস্পতিবার শিরোপা লড়াইয়ে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। দুটি দলের সামনেই অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের নিয়ে হওয়া প্রথম আসরে সেরা হওয়ার হাতছানি।

সারাবাংলা/এসএস

বাংলাদেশ বনাম ভুটান শামসুন্নাহার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর