Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইনালের প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫৬ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫৪

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ ও নেপাল। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মাঠে ম্যাচটি শুরু হয়। প্রথমার্ধের শেষ দিকে এসে শাহেদা আক্তার রিপা ও শামসুন্নানাহার জুনিয়রের করা গোলে বাংলাদেশ ২-০ গোলের ব্যবধানে এগিয়ে বাংলাদেশ দল।

ম্যাচের ৪১ মিনিট ডি বক্সের বাইরে থেকে শট নিয়ে দুর্দান্ত এক গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন রিপা। এর মিনিট চারেক পর প্রথমার্ধের নির্ধারিত সময় শেষে যোগ করা অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই নাহার জুনিয়রের গোলে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ।

বিজ্ঞাপন

৪৫তম মিনিটে ডি বক্সের বাইরে বল হারায় নেপালের ডিফেন্ডার। আর সেখান থেকে বল নিয়ে ডি বক্সে ঢুকে গোলরক্ষককের পাশ দিয়ে হালকা খোঁচা দিয়ে শট করে বল জালে জড়ান নাহার। বাংলাদেশ এগিয়ে যায় ২-০ গোলের ব্যবধানে।

চোট থাকায় ভুটানের বিপক্ষে ম্যাচে বিশ্রাম পেয়েছিলেন সোহাগী কিসকু ও মাহফুজা খাতুন। তিনদিনের বিশ্রাম শেষে ফাইনালের একাদশে ফেরেন দুজনেই। একাদশের বাইরে আইরিন খাতুন ও উন্নতি খাতুন।

খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই এসেছিলো গোলের সুযোগ। নেপালি গোলরক্ষক কবিতা বল বিপদমুক্ত করতে না পারায় উন্মুক্ত পোস্টে শট নিয়েছিলেন আকলিমা খাতুন। তবে নেপালের ভাগ্য ভালো, শট লক্ষ্যে থাকেনি। ১৮তম মিনিটে শামসুন্নাহারের বাড়ানো বলে বক্সে আড়াআড়ি পাস বাড়ান রিপা, সেখানে আকলিমার শট ঝাঁপিয়ে আটকান গোলরক্ষক কবিতা। দ্বিতীয় প্রচেষ্টায় বল গ্লাভসে নেন তিনি।

এরপর একের পর এক আক্রমণ করতে থাকে বাংলাদেশ। তবে ম্যাচের ৩৬তম মিনিটে প্রথমবার গোছালো আক্রমণে ওঠে নেপাল। বাম প্রান্ত থেকে মমতা পুনের ক্রসে শরীর ঘুরিয়ে আমিশা কার্কির শট চলে যায় পোস্টের পাশ ঘেষে।

অবশেষে নেপালের রক্ষণদূর্গ ভাঙতে পারে বাংলাদেশ ম্যাচের ৪১তম মিনিটে এসে। বল নিয়ে বক্সে ঢুকে পড়া আকলিমাকে আটকালেও নেপালের ডিফেন্ডার কুমারি তামাংয়ের দুর্বল ক্লিয়ার বক্সের বাইরে পেয়ে ফাঁকা পোস্টে বল জড়ান রিপা। এগিয়ে যাওয়ার আনন্দে মাতে স্বাগতিকরা। মিনিট চারেক পর গোল করেন অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র। নিজেদের অর্ধ থেকে রিপার বাড়ানো বলে দারুণ দক্ষতায় দুই নেপালি ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে আগুয়ান গোলরক্ষকে বোকা বানিয়ে বল জালে পাঠান শামসুন্নাহার।

সারাবাংলা/এসএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর