Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহামেডানের টানা দ্বিতীয় জয়


৪ মে ২০১৮ ১৮:৩৫

স্টাফ করেসপন্ডেন্ট ।।

প্রিমিয়ার লিগ হকিতে টানা দ্বিতীয় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নিজেদের দ্বিতীয় ম্যাচে সাধারণ বীমাকে ৭-২ গোলে হারিয়েছে তারা। মোহামেডানের হয়ে হ্যাটট্রিক করেছেন নাসির হোসেন। সাধারণ বীমার হয়ে দুটি গোলই করেন বিশাল।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার (৪ এপ্রিল) ম্যাচের সপ্তম মিনিটে মাকসুদ আলম হাবলুর গোলে লিড নেয় মোহামেডান (১-০)। এক মিনিট পরেই সমতায় ফেরে সাধারণ বীমা (১-১)। বিশালের ফিল্ড গোলে সমতায় ফিরলেও ম্যাচের ১২তম মিনিটে আবারো লিড নেয় মোহামেডান (২-১)। দলের দ্বিতীয় গোলটি করেন রাব্বী সালেহীন।

২৮তম মিনিটে সাধারণ বীমাকে আবারো সমতায় ফেরান প্রথম গোলদাতা বিশাল (২-২)।

প্রথমার্ধের শেষ দিকে মোহামেডানের হয়ে তৃতীয় গোলটি করেন অজিত কুমার ঘোষ (৩-২)। ৪৭তম মিনিটে নিজের দ্বিতীয় আর দলের চতুর্থ গোলটি করেন রাব্বী (৪-২)। এরপর টানা তিন গোল করেন নাসির। ৫১, ৫৭ আর ৬১তম মিনিটে তিনটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন নাসির (৭-২)।

নিজেদের প্রথম ম্যাচে অ্যাজাক্সকে ৪-০ গোলে হারিয়েছিল মোহামেডান।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর