আড়াই দিনে অস্ট্রেলিয়াকে হারল ভারত
১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২৯
বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের ব্যপ্তিকাল হলো মাত্র আড়াই দিন। ৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হওয়া টেস্ট ১১ ফেব্রুয়ারি মধ্যাহ্ন বিরতির পরেই গুটিয়ে গেল। অস্ট্রেলিয়ার হতশ্রী ব্যাটিংয়ে ভারত ইনিংসসহ ১৩২ রানের ব্যবধানে জয় পেল।
নাগপুরে সবচেয়ে কম বয়সী স্পিনার হিসেবে অভিষেক টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে রেকর্ড গড়েছেন টড মার্ফি। প্রথম ইনিংসে বল হাতে নিয়েছেন ৭টি উইকেট। অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক টেস্টে যা করতে পারেনি কোনো স্পিনারই। মাত্র ৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেই ভারত সফরে ডাক পান মার্ফি। নিজের প্রথম টেস্টেই বাজিমাৎ করেন এই স্পিনার। তবে শেষ পর্যন্ত ব্যাটারদের অসহায় আত্মসমপর্ণে ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে পারেনি অস্ট্রেলিয়া।
টস জিতে নাগপুরে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। আর সেটাই কাল হয়ে দাঁড়ায় অজিদের জন্য। টেস্ট শুরু হওয়ার আগেই নাগপুরের উইকেট নিয়ে নানান বিতর্কের জন্ম হয়। বাড়তি সুবিধা নেওয়ার জন্য উইকেটের একাংশে পানি দিয়েছে ভারত এমন অভিযোগ তোলে অস্ট্রেলিয়ান গণমাধ্যম।
ভারতের উইকেট স্পিনারদের জন্য স্বর্গরাজ্য হবে তা আগে থেকেই নিশ্চিত ছিল। তাই তো নাথান লায়নের সঙ্গে বাড়তি স্পিনার হিসেবে টড মার্ফিকে রাখে অজিরা। কম যায়নি ভারতও। অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে দুই স্পিনিং অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা এবং অক্ষত প্যাটেলও একাদশে জায়গা দেয় ভারত। অক্ষত প্যাটেল প্রথম ইনিংসে বল হাতে কিছু করতে না পারলেও রবিন্দ্র জাদেজা ৫টি আর অশ্বিন নেন ৩টি উইকেট। তাতেই অজিরা মাত্র ১৭৭ রানে অল আউট হয়।
ভারত নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টড মার্ফির রেকর্ড গড়া বোলিংয়ের পরেও ৪০০ রান করে। মার্ফি ৪৭ ওভারে ১২৪ রানে ৭টি উইকেট নেন। আর নাথনা লায়ন নেন মাত্র একটি উইকেট। ভারত পেয়ে যায় ২২৩ রানের লিড।
তৃতীয় ইনিংসে টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। মধ্যাহ্ন বিরতির পর ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তবে এদিনও ভারতের স্পিনের কোনো জবাব ছিল না অজি ব্যাটারদের কাছে। রবিচন্দ্রন অশ্বিনকে খেলতেই পারছিলেন না অজি ব্যাটাররা। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন উসমান খাজা (৫)। এরপর একে একে লাবুশেন (১৭), ওয়ার্নার ফেরেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে শুরু করে ভারত। অশ্বিনের সঙ্গে যোগ দেন জাদেজা আর অক্ষত প্যাটেলও। আর শেষ দিকে এসে মোহাম্মদ শামি নেন দুটি উইকেট। এতেই অস্ট্রেলিয়া ৩২.৩ ওভারে মাত্র ৯১ রানে অল আউট হয়। ভারত পেয়ে যায় ইনিংস এবং ১৩২ রানের বিশাল জয়।
বর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
প্রথম ইনিংস—
অস্ট্রেলিয়া: ১৭৭/১০; ৬৩.৫ ওভার; (লাবুশেন ৪৯, স্মিথ ৩৭, হ্যান্ডসকম্ব ৩১, ক্যারি ৩৬); (শামি ৯-৪-১৮-১, সিরাজ ৭-৩-৩০-১, জাদেজা ২২-৮-৪৭-৫, অশ্বিন ১৫.৫-২-৪২-৩)
ভারত: ৪০০/১০; ১৩৯.৩ ওভার; (রোহিত ১২০, জাদেজা ৭০, অক্ষত ৮৪, শামি ৩৭); (কামিন্স ২০.৩-৩-৭৮-২, লায়ন ৪৯-১৩-১২৬-১, মার্ফি ৪৭-১২-১২৪-৭)
দ্বিতীয় ইনিংস—
অস্ট্রেলিয়া: ৯১/১০; ৩২.৩ ওভার; (স্মিথ ২৫, লাবুশেন ১৭, ওয়ার্নার ১০, ক্যারি ১০); (শামি ৪.৩-১-১৩-২, অশ্বিন ১২-৩-৩৭-৫, জাদেজা ১২-৩-৩৪-২, অক্ষত ৩-০-৬-১)।
ফলাফল: ভারত ইনিংস ও ১৩২ রানে জয়ী।
সারাবাংলা/এসএস
ইনিংস ব্যবধানে পরাজয় প্রথম টেস্ট বর্ডার-গাভাস্কার ট্রফি ভারত বনাম অস্ট্রেলিয়া