Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব ধরনের ক্রিকেট থেকে অবসরে মরগান

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৬

২০১৯ সালে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ইংল্যান্ডকে এনে দেন ওয়ানডে বিশ্বকাপের শিরোপা। এবার সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগান। সোমবার (১৩ ফেব্রুয়ারই) বিবৃতিতে আজ অবসরের ঘোষণা দেন মরগান।

আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন মরগান। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও এতদিন ঘরোয়া ক্রিকেট লিগগুলোতে যথারীতি খেলে যাচ্ছিলেন তিনি। তবে ৩৬ বছর বয়সী মরগান এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন।

অবসরের বিবৃতিতে মরগান বলেন, আমি খুব গর্বের সঙ্গে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। গত কয়েক বছরে এই খেলা আমাকে অনেক কিছু দিয়েছে। তবুও অনেক চিন্তাভাবনার পরেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এটাই হয়তো সঠিক সময়। ২০১৫ সালে ইংল্যান্ডে এসে মিডলসেক্সে যোগ দেওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকার লিগে পার্ল রয়্যালসে খেলা পর্যন্ত, প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি।

খেলার মাঠে ব্যাট হাতে আর দেখা না গেলেও ক্রিকেট থেকে পুরোপুরি হারিয়ে যাচ্ছেন না মরগান। ব্রডকাস্টিং চ্যানেলগুলোর সঙ্গে কাজ করে যাবেন তিনি।

সারাবাংলা/এসএস

অবসর আইরিশ ক্রিকেটার ইয়ন মরগান ইংলিশ ক্রিকেটার ক্রিকেট থেকে অবসর


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর