রেফারি কমিটির সহ-সভাপতিকে ঘুষ দিয়েছিল বার্সেলোনা!
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২৮
ফুটবল ক্লাব বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ রেফারি কমিটির সহ-সভাপতিকে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। স্প্যানিশ দৈনিক কাদেনা সার এই অভিযোগ তুলেছে। কাদেনা সার লিখেছে ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মোট ১৩ মৌসুমে বার্সেলোনা মোট ১৪ লাখ ইউরো প্রদান করেছে। এনরিকেজ নেগরেইরাকে। ১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) রেফারিদের টেকনিক্যাল কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এনরিকেজ নেগরেইরা।
তবে নেগরেইরাকে সরাসরি এই অর্থ প্রদান করেনি বার্সেলোনা। তার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানে (ডিএএসএনআইএল) এই অর্থ প্রদান করে বার্সেলোনা। ক্লাবটির বিপক্ষে একটি অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছে কাদেনা সার।
কাদেনা সারের অনুষ্ঠানে জানায় ২০১৬ সালে বার্সেলোনা ওই প্রতিষ্ঠানকে ৫ লাখ ৩২ হাজার ইউরোর বেশি অর্থ প্রদান করে। পরের বছর ৫ লাখ ৪১ হাজার ইউরো এবং ২০১৮ সালে ৩ লাখ ১৮ হাজার ইউরোর বেশি অর্থ প্রদান করে ক্লাবটি। ওই প্রতিষ্ঠানের বিপক্ষে ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠার পর অনুসন্ধান শুরু হয়। আর সেই অনুসন্ধান গড়ায় অর্থের মূল উৎস ফুটবল ক্লাব বার্সেলোনা পর্যন্ত।
নেগরেইরা এবং তার ছেলে ইতোমধ্যেই নিজেদের জবানবন্দি দিয়েছেন কোর্টে। সেখানে তারা জানিয়েছেন, এই সময়ের মধ্যে মাঠের খেলায় বার্সেলোনার পক্ষে কোনো প্রকার সিদ্ধান্ত প্রদান করা হয়নি। অর্থ গ্রহণের যে সকল রিসিপ্ট প্রদান করা যায়নি তা সম্পূর্ণই বার্সেলোনাকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য তাদের প্রদান করা হয়েছে। টেকনিক্যাল সাপোর্টে আমরা বার্সেলোনার খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়েছি যে রেফারিদের সঙ্গে মিটিংয়ে কিভাবে তারা ব্যবহার করবে।
তিনি আরও জানান, বার্সেলোনার খেলোয়াড়দের রেফারিভেদে কেমন ব্যবহার করতে হবে সেগুলোর জন্যও উপদেশ দেওয়া হয়েছে। তবে বার্সেলোনার উপদেষ্টা হিসেবে কাজ করেছেন নেগরেইরা সে সম্পর্কে কোনো তথ্য প্রমাণ দেখাতে পারেননি তিনি।
ওই অনুষ্ঠানে বার্সেলোনার সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ অর্থ প্রদানের ব্যাপারটি নিশ্চিত করেন। তিনি আরও নিশ্চিত করেন এই চুক্তি ২০০৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত চলে আসছিল। একই চুক্তি সাবেক সভাপতি সান্দ্রো রাসেলের সময়ও নিশ্চিত করা হয়। আর সাবেক সহ-সভাপতি হুয়ান গাসপার্ট জানান, এই অর্থ প্রদানের কোনো তথ্য প্রমাণ রাখা হয়নি।
এ ব্যাপারে অফিসিয়াল বিবৃতি দিয়েছে বার্সেলনা।
‘বার্সেলোনা অবগত আছে যে ট্যাক্সের ব্যাপার নিয়ে অনুসন্ধান চলছে। আর আমরা আমাদের পক্ষ থেকে সবকিছু পরিষ্কারভাবে জানাতে চাই। কাদেনা সারের প্রকাশিত অনুষ্ঠানে যা বলা হয়েছে সে সম্পর্কে আমরা বলতে চাই যে, আমরা উপদেষ্টা হিসেবে তাকে (নেগরেইরা) নিয়োগ দিয়েছিলাম। তবে সেটা ছিল কেবলই আমাদের ভিডিও এবং টেকনিক্যাল সমর্থন দেওয়ার জন্য।’
‘আমাদের কোচিং স্টাফদের প্রয়োজন অনুযায়ী টেকনিক্যাল সাপোর্টের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়। যেটা পেশাদার ফুটবলে নিয়মিত ব্যাপার। ক্লাব জানাতে চায় সেখান থেকে কোনো প্রকার সুবিধা গ্রহণ করেনি।’
বার্সেলোনা আরও জানায়, এই ব্যাপারে ক্লাবের মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হলে সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সারাবাংলা/এসএস