Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা, নতুন মুখ হৃদয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩১

মার্চের প্রথম দিন থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি নবম বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা তরুণ তৌহিদ হৃদয় প্রথমবার ডাক পেয়েছেন ওয়ানডে স্কোয়াডে।

ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল গত ভারত সিরিজে খেলতে পারেননি। তামিম ফিরেছেন ইংল্যান্ড সিরিজে। তার সঙ্গে দলে ফিরেছেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামও। প্রথমবার দলে ডাক পাওয়া তরুণ ব্যাটার তৌহিদ হৃদয় চলতি বিপিএলের সিলেট স্ট্রাইকার্সের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন।১২ ইনিংস ব্যাটিং করে ৩ে৬.৬৩ গড়ে ৪০৩ রান করেছেন। স্ট্রাইকরেট ১৪০.৪১। দাপুটে বিপিএল খেলা হৃদয়ের দলে ডাক পাওয়ার একটা আলোচনা আগে থেকেই শোনা যাচ্ছিল।

বিজ্ঞাপন

ভারত সিরিজের দল থেকে বাদ পরেছেন পেসার শরিফুল ইসলাম, উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান, মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলি রাব্বি, ওপেনার এনামুল হক বিজয় ও স্পিনার নাসুম আহমেদ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ-ইংল্যান্ড। একই ভেন্যুতে ৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ ৬ মার্চ।

ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৯ মার্চ। সিরিজের পরবর্তী দুই ম্যাচ যথাক্রমে- ১২ ও ১৪ তারিখে।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব,  মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন. তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর