‘হাথুরুসিংহে কোচ হিসেবে ফেরায় বাংলাদেশ উপকৃত হবে’
১৯ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৬
বাংলাদেশ ক্রিকেটে পুরনো দায়িত্বে ফিরছেন চন্ডিকা হাথরুসিংহে। অনেক আগেই জাতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন শ্রীলংকান এই কোচ। তবে জাতীয় দলের ব্যস্ততা ছিল না বলে এতোদিন আসেননি। আসন্ন ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে আগামীকাল সোমবার ঢাকায় পা রাখার কথা রয়েছে হাথুরুসিংহের। পরশু থেকে দলের সঙ্গে তার যোগ দেওয়ার কথা। হাথুরুকে দ্বিতীয় মেয়াদে হেড কোচের দায়িত্বে ফেরানো নিয়ে অনেকে অনেক কথাই বলছেন। তবে জাতীয় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ মনে করছেন, হাথুরু আবারও ফেরাতে বাংলাদেশ ক্রিকেটের উপকারই হবে।
প্রথম দফায় ২০১৪ সালের জুন থেকে প্রায় সাড়ে তিন বছর বাংলাদেশ জাতীয় দলের হেড কোচের দায়িত্ব পালন করেছেন হাথুরুসিংহে। সেই সময়ে দারুণ কিছু সাফল্য পেয়েছিল বাংলাদেশ। প্রথমবারের মতো ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে প্রথম টেস্ট জয়ও মিলেছিল তার অধিনে।
ওয়ানডেতে দুর্দান্ত সাফল্য পেয়েছিল বাংলাদেশ। তার অধিনে ২০১৫ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিল বাংলাদেশ, বিশ্বকাপে যেটা বাংলাদেশের সেরা সাফল্য। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। সব মিলিয়ে হাথুরুর অধিনে ১০২ ওয়ানডে খেলে ৪১টিতে জিতে বাংলাদেশ।
তবে শ্রীলংকা দলের কোচ হওয়ার আর্থিকভাবে লোভনীয় প্রস্তাব পাওয়াতে হুট করেই ছেড়ে দেন বাংলাদেশের কোচের দায়িত্ব। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে হাথুরুর আচরণও প্রশ্নবিদ্ধ হয়েছিল। ফলে আবারও সেই হাথুরু ফিরে ড্রেসিংরুমে কেমন পরিবেশ পাবেন সেই আলোচনা তুলছেন অনেকে। হেরাথ অবশ্য হাথুরুর ওপর পূর্ণ আস্থা রাখছেন।
শনিবার থেকে বিসিবির একাডেমি মাঠে তরুণ সম্ভাবনাময় স্পিনারদের নিয়ে ক্যাম্প করছেন জাতীয় দলের স্পিনিং কোচ হেরাথ। আজ ক্যাম্পের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাথুরুসিংহ বিষয়ে প্রশ্ন উঠলে শ্রীলংকান এই কোচ বলেন, ‘চান্ডিকার ক্ষেত্রে ব্যাপারটি হলো, সে আগেও বাংলাদেশে কাজ করেছে। ওই সময় ভালো করেছে। তার সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে আমার। পরে তার কোচিং খেলেছিও আমি। এদিক থেকে তার ব্যাপারে আমার মূল্যায়ন ইতিবাচক। তার ওপর আমার বিশ্বাস আছে। আমি নিশ্চিত, তাকে পেয়ে বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে।’
আগামী ১ মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় মেয়াদে সেটাই হবে হাথুরুর প্রথম মিশন।
সারাবাংলা/এসএইচএস