Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশফোর্ড ঝলকে ইউনাইটেডের জয়

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:২৪

২০২২/২৩ মৌসুমে নিজেকে আবারও খুঁজে পেয়েছেন মার্কোস রাশফোর্ড। একের পর দুর্দান্ত পারফর্ম করে ম্যানচেস্টার ইউনাইটেডকে জয় এনে দিচ্ছেন। প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে জোড়া গোল করে দলকে এনে দিয়েছেন ৩-০ ব্যবধানের জয়। এতেই লিগের সেরা চারে অবস্থান আরও দৃঢ় হলো রেড ডেভিলদের।

ওল্ড ট্রাফোর্ডে লেস্টারের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ের রাতে রাশফোর্ডের জোড়া গোলের সঙ্গে আরেকটি গোল করেন জডান সানচো।

বিজ্ঞাপন

ম্যাচের ২৫ মিনিটের মাথায় দুর্দান্ত এক প্রতি আক্রমণ থেকে লিড নেয় ইউনাইটেড।  মধ্যমাঠে বল কেড়ে নিয়ে সামনের দিকে দারুণ থ্রু পাস দেন ব্রুনো ফার্নান্দেজ। এরপর ডি বক্সে ঢুকে দারুণ শটে গোল করেন রাশফোর্ড। প্রিমিয়ার লিগে এবার নিয়ে টানা পাঁচ ম্যাচে গোল করলেন ইংলিশ এই ফরোয়ার্ড।

১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রেড ডেভিলরা। তবে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠা ইউনাইটেড হতাশ হয় ৫০ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের হেডার ক্রসবারে লেগে ফিরে আসলে। তবে ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি ইউনাইটেড। ৫৬তম মিনিটে ফ্রেডের থ্রু বলে ডি৮ বক্সে ঢুকে আরেকটি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত তার মোট গোল ২৪টি।

মিনিট পাঁচেক পর ব্যবধান ৩-০ করেন আরেক ইংলিশ ফরোয়ার্ড জডান সানচো। ফার্নান্দেজের পাস বক্সের মাঝে পেয়ে ডান পায়ের শটে গোলটি করেন বদলি ইংলিশ ফরোয়ার্ড সানচো। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ইউনাইটেড ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

চলতি মৌসুমে ২৪ ম্যাচে ১৫ জয় ও চার ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টেন হাগের দল। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। আর্সেনালের সমান ২৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চার নম্বরে নিউক্যাসল ইউনাইটেড। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে টটেনহ্যাম হটস্পার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ মার্কোস রাশফোর্ড ম্যানচেস্টার ইউনাইটেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর