শেষ ম্যাচে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ যাত্রা থামল বাংলাদেশের
২২ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১৯
বিশ্বকাপে এখনো জয়টা অধরা রয়ে গেল বাংলাদেশের। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম তিন ম্যাচ হেরে আগেই নিশ্চিত হয়েছিল বিদায়। এবার বাকি ছিল কেবল আনুষ্ঠিনকতার ম্যাচের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ উইকেটের ব্যধানে হেরে সেই সম্মানজনক বিদায়টাও পেল না বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাত করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১১৩ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৭.৫ ওভারে জয়ের বন্দরে নোঙর করে দক্ষিণ আফ্রিকার নারীরা। ১৩ বল হাতে রেখে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে বিশাল লাভ হয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। পূর্ণ ২ পয়েন্টের পাশাপাশি রানরেটটাও বাড়িয়ে নিতে পেরেছে তারা। যার ফলে, নিউজিল্যান্ড ছিটকে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা।
কেপটাউনের নিউল্যান্ডসে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট করতে নেমে শুরুতেই মুর্শিদা খাতুনের উইকেট হারায় বাংলাদেশ। ৬ বল খেলে কোনো রানই করতে পারেননি তিনি। আরেক ওপেনার শামীমা সুলতানা আউট হন ১১ রান করে।
পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলতে পারে ২ উইকেটে কেবল ২৩ রান। পরেও বাড়েনি রানের গতি। ১০ ওভারে স্কোর ছিল ২ উইকেটে ৪১। ৩০ বলে ২৭ রান করে বোল্ড হন সোবহানা মোস্তারি। আয়াবঙ্গা খাকার ইয়র্কারে বোল্ড স্বর্ণা আক্তার (১১)। শেষ দিকেও গতি পায়নি বাংলাদেশের ইনিংস। অধিনায়ক নিগার সুলতানা ইনিংস সর্বোচ্চ ৩০ রান করে বোল্ড হন সপ্তদশ ওভারে। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১১৩ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর ছটি ঘুরিয়েছেন দুই প্রোটিয়া ওপেনার লরা উলভার্ডট এবং তাজমিন ব্রিটস। দু’জন মিলে গড়ে তোলেন ১১৭ রানের অবিচ্ছিন্ন জুটি। ৫৬ বলে ৬৬ রানের ইনিংস খেলেন উলভার্ডট। ৭টি বাউন্ডারির সঙ্গে তার ছক্কা ছিল ১টি। তাজমিন ব্রিটস ৫১ বলে অপরাজিত থাকেন ৫০ রান করে। বাউন্ডারি মেরেছেন ৪টি। এতেই ১৩ বল হাতে রেখে ১০ উইকেটের বিশাল জয় তুলে নেয় প্রোটিয়ারা।
সারাবাংলা/এসএস