দলে আসছে না চমক— হাথুরুসিংহে
২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫৫
বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণের সপ্তাহখানেকের মধ্যেই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে। ওয়ানডে সুপার লিগের অংশ এই সিরিজ দিয়ে বাংলাদেশের কোচ হিসেবে দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে চান্দিকা হাথুরুসিংহের। বুধবার (১ মার্চ) সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াচ্ছে। আর সেই ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে জানালেন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচের একাদশে আসবে না তেমন পরিবর্তন। নেই কোনো চমকও।
ঘরের মাঠে শেষ ৭টি ওয়ানডে সিরিজে অপরাজিত বাংলাদেশ। শেষবার ঘরের মাঠে বাংলাদেশ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হেরেছিল ২০১৮ সালে। কাকতালীয় ঘটনা হলো সেবার ইংল্যান্ডের বিপক্ষেই তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে হেরেছিল টাইগাররা। এরপর ঘরের মাঠে মাত্র ৬টি ওয়ানডে ম্যাচে হারের মুখ দেখেছে।
সম্প্রতি ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। আর যে দল এমন পারফর্ম করেছে সে দল নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে একাদশ সাজানোর ভাবনা চান্দিকা হাথুরুসিংহের। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে চান্দিকা হাথুরুসিংহে বলেন, দলে তেমন চমক আসবে না।
তিনি বলেন, ‘আমার মনে হয় না দলে তেমন কোনো পরিবর্তন আসবে না। প্রথম দুই ম্যাচ নিয়ে আমরা আগে ভাবছি। আমরা এই ফরম্যাটে বেশ সাফল্য পেয়েছি। আমরা মাঠে আমাদের কম্বিনেশনের ওপর নির্ভর করি। আর আমাদের কম্বিনেশন নির্ভর করছে উইকেটের আচরণের ওপর। এটা ছাড়া আর কোনো চমক দলে থাকছে না।’
চার অভিজ্ঞ ক্রিকেটার দলের অধিনায়ক তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদকেও প্রশংসায় ভাসিয়েছেন হাথুরু। সেই সঙ্গে বাহবা দিয়েছেন তরুণ ক্রিকেটারদেরও। চান্দিকা হাথুরুসিংহে বলেন, তরুণ ক্রিকেটাররা তাসকিন, মোস্তাফিজ, লিটন, মিরাজ আর শান্তরা দুর্দান্ত পারফর্ম করেছে। আর তারা দায়িত্ব নিতেও প্রস্তুত।
তিনি বলেন, ‘আমাদের চার অভিজ্ঞ ক্রিকেটাররা প্রায় ১৫-১৭ বছর ধরে খেলছেন। তবে তারা আরও ১০ বছর খেলবেন না। তাই আমাদের পরের প্রজন্মকে তুলে আনতে হবে। পরের প্রজন্মের মধ্য থেকে নতুন খেলোয়াড় তুলে আনতে হবে। তবে আমাকে এটা তুলে আনতে হবে না। খেলোয়াড়রা নিজেরাই নিজেদের তুলে আনছে। তারা পারফর্ম করছে। যেমন লিটন, মিরাজ, শান্ত, তাসকিন, মোস্তাফিজ। তারা সবাই দুর্দান্ত পারফর্ম করছে। তারাই বাংলাদেশের ভবিষ্যৎ।’
সারাবাংলা/এসএস