Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকিটে ভুল

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩৯

রাত পোহালেই মাঠে গড়াবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। কাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচের টিকিটে ভুল চোখে পরেছে।

আগামীকালের ম্যাচের জন্য আজ থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে টিকিট পাওয়া যাচ্ছে। টিকিটে ইংল্যান্ডের পতাকার বদলে যুক্তরাজ্যের পতাকা ব্যবহার করা হয়েছে।

ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ড মিলে যুক্তরাজ্য। অলিম্পিকে যুক্তরায্যের পতাকাই অবশ্য ব্যবহার করে ইংল্যান্ড। তবে ক্রিকেটে তারা ইংল্যান্ডের একক পতাকাই ব্যবহার করে। যেটা সাদার মধ্যে লাল যোগ চিহ্ন সম্বলিত।

বিজ্ঞাপন

কিন্তু আগামীকাল শুরু হতে যাওয়া বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডের টিকিটে ইংল্যান্ডের বদল যুক্তরাজ্যের পতাকা ব্যবহার করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ বলেছেন, ‘আমরা খোঁজ নিয়ে দেখছি বিষয়টি কী ঘটেছে।’

উল্লেখ্য, বিসিবির আয়োজনে ম্যাচে টিকিটে ভুল অবশ্য নতুন নয়। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ সকাল ১০টায় শুরু হলেও টিকিটে লেখা ছিল রাত দশটায় শুরু! ২০১৮ সালে শ্রীলংকার বিপক্ষে সিরিজের টিকিটে বাংলাদেশ নামের বানানেই ভুল করা হয়েছিল।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ বিসিবি

বিজ্ঞাপন

নেইমারের গোলে সান্তোসের জয়
১৭ জুলাই ২০২৫ ১২:১৬

আরো

সম্পর্কিত খবর