বন্ধুত্বের মিলনমেলায় শুরু হচ্ছে ডুফা প্রিমিয়ার লিগ
২ মার্চ ২০২৩ ১২:১৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের রেজিস্টার্ড বন্ধু সংগঠন— ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা) আয়োজনে ডুফা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-২০২৩ মাঠে গড়াচ্ছে রাত পোহালেই। ছয়টি দলকে নিয়ে এক দিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা কেন্দ্র মাঠে।
শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় মাঠে গড়াবে টুর্নামেন্টের প্রথম ম্যাচটি। সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ডুফা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-২০২৩ এর এবারের আসর।
সকালে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনে থাকবেন জাতীয় দলের সাবেক ওপেনার জাবেদ ওমর বেলিম। বিকেলে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বাধীন বাংলা ক্রিকেট দলের অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা রাকিবুল হাসান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান এম সালাহউদ্দিন চৌধুরি।
ছয়টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে টুর্নামেন্টে। গ্রুপ পর্বে প্রতিটি দল অপর দুই দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্বের সেরা দুই দল খেলবে সেমিফাইনাল। সেমিফাইনাল জয়ী দুই দল মুখোমুখি হবে ফাইনালে।
শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের শিক্ষার্থীরাই এই টুর্নামেন্টে মাঠের খেলায় অংশ নিতে পারবেন। টুর্নামেন্টের ছয়টি দল যথাক্রমে- ডুফা গ্ল্যাডিয়েটরস, ডুফা ভাইকিংস, ডুফা চ্যালেঞ্জার্স, ডুফা ওয়ারিয়রস, ডুফা টাইটান্স ও ডুফা নাইট রাইডার্স।
মাঠের ক্রিকেটের আদলে ডুফা প্রিমিয়ার লিগ অনেকটা বন্ধুত্বের মিলনমেলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের (ডুফা)। একাডেমিক পড়াশোনার পাঠ অনেক আগেই শেষ বলে কর্মব্যস্ততায় বন্ধু, সহপাঠীদের সঙ্গে আগের মতো আর দেখা হয় না। কেউ আনমনে হয়তো গুন গুন করে যান, ‘ও বন্ধু তোকে মিস করছি ভীষণ…’
ডুফা প্রিমিয়ার লিগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের শিক্ষার্থীদের একটা মিলনমেলাও হয়, দিনব্যাপী জমে উঠে বন্ধুত্বের আড্ডা। পরিবার নিয়ে হাজির হন বন্ধুরা, অনেকে ছুটে আসেন দেশের বাইরে থেকেও।
শিশুদের জন্য এটা বিশেষ আয়োজন। বাবা-মায়েদের বন্ধুত্বের আড্ডায় তারা যেন পেয়ে যায় নতুন বন্ধুর সন্ধান!
সারাবাংলা/এসএইচএস
ডুফা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-২০২৩ ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স-ডুফা