তাসকিনের আঘাতে ভাঙল উদ্বোধনী জুটি
৩ মার্চ ২০২৩ ১২:৩৩
সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামা বাংলাদেশের বিপক্ষে দুটি পরিবর্তন আনে ইংল্যান্ড। টাইগারদের বিপক্ষে শুরুটা বেশ দেখে শুনে করে ইংলিশরা। তবে ইংলিশ দুই ওপেনারকে থিতু হতে দেননি টাইগার পেসার তাসকিন আহমেদ।
টস হেরে ব্যাট করতে নেমে ইংলিশ দুই ওপেনার জেসন রয় এবং ফিল্ট সল্ট। টাইগার অধিনায়ক তামিম ইকবাল শুরু থেকে দুই স্পিনার সাকিব আল হাসান এবং তাইজুল ইসলামকে ব্যবহার করেন। এরপর ইনিংসের ৫ম ওভারে বোলিংয়ে আনেন তাসকিন আহমেদকে।
বল হাতে এসে টাইগারদের ব্রেকথ্রু এনে দিতে বেশি সময় নেননি তাসকিন আহমেদ। নিজের দ্বিতীয় ওভারে আর ইনিংসের ষষ্ঠ ওভারেই তুলে নেন ওপেনার ফিল্ট সল্টকে। ওভারের তৃতীয় বলটি অফস্ট্যাম্পের বাইরের বলটি কভার পয়েন্ট দিয়ে পাঞ্চ করে শট খেলতে চেয়েছিলেন সল্ট। তবে ব্যাটের কোনায় লেগে তা স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর তালুতে বন্দি হয়। আর বাংলাদেশ পেয়ে যায় প্রথম উইকেটের দেখা।
ফিল্ট সল্ট ১৫ বলে একটি বাউন্ডারিতে ৭ রান করে যখন ফিরছেন ইংলিশদের স্কোরবোর্ডে রান তখন মাত্র ২৫।
এই রিপোর্ট লেখা অবধি ইংল্যান্ডের সংগ্রহ ৮ ওভারে ১ উইকেটে ৩০ রান। উইকেটে আছেন জেসন রয় ২৩ এবং দাভিদ মালান শূন্য রানে।
সারাবাংলা/এসএস