Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ড সিরিজে আরও যে বিষয়টি শিখতে চায় বাংলাাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৩ ২০:১৪

ওয়ানডে, টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গত বছরের নভেম্বরে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে জস বাটলারের দল। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখন থেকেই দল গোছাতে শুরু করেছে ইংল্যান্ড। সম্প্রতি প্রায় প্রতিটি সিরিজেই ইংল্যান্ড দলে অদল-বদল দেখা যাচ্ছে। বাংলাদেশ সিরিজেও সেভাবে দল সাজিয়েছে ইংলিশরা। বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলছেন, ইংলিশদের এই প্রচেষ্টা থেকে শেখার অনেক কিছু আছে।

বিজ্ঞাপন

বিশ্বকাপকে সামনে রেখে কেমন ক্রিকেটারদের নিয়ে এবং কিভাবে এখন থেকেই দল গোছাচ্ছেন ইংলিশরা সেই পন্থা থেকে ধারনা নিতে চান হাথুুরুসিংহে।

চট্টগ্রামে আগামীকাল বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলবে ইংল্যান্ড। এই সিরিজের আগে বাংলাদেশকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছেন সফরকারীরা। ওয়ানডে সিরিজে বাংলাদেশ যে একটা জয় পেয়েছে সেটা ওই চট্টগ্রামেই।

পয়া ভেন্যুতে ইংলিশদের মুখোমুখি হওয়ার আগে হাথুরুসিংহে ইংলিশদের দল গঠনের কৌশলে নজর দেওয়ার বার্তাও দিলেন। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘বলতে পারব না কারা বেশি শক্তিশালী। তবে তারা পরীক্ষা-নিরীক্ষা করছে। এটি ঠিক যে দলটি পূর্ণশক্তির নয়। তারা কীভাবে বিশ্বকাপের জন্য দল গঠন করে, সেটি কাছ থেকে দেখার ভালো সুযোগ আমাদের।’

বাংলাদেশ কোচ বলেন, ‘তাদের (ইংল্যান্ড) ৫০ ওভারের দলটা বেশ থিতু। তবে টি-টোয়েন্টি দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। আমার মনে হয় না ২০২২ সালে বিশ্বকাপ জেতা দলটি ২০২৪ বিশ্বকাপে খেলবে। এ কারণে নতুন খেলোয়াড় চেষ্টা করে দেখছে। সে লক্ষ্যেই তারা পরিকল্পনা করে দল তৈরি করছে। আমরা সেদিকেও চোখ রাখতে পারি।’

হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর তার অধিনে প্রথম টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলংকান এই কোচ বলেছেন, এই ম্যাচ থেকেই শুরু হবে তার বিশ্বকাপের দল গঠন কার্যক্রম, ‘আজই টি-টোয়েন্টি দলকে দেখলাম। ২০২৪ বিশ্বকাপ-ভ্রমণের শুরুমাত্র। এরপর অনেক জল গড়াবে। আমাদের কী আছে, সেটি পর্যবেক্ষণ করব। কোথায় খেলোয়াড়েরা উন্নতি করতে পারে, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে।’

বিজ্ঞাপন

‘আমার মনে হয় না এটি কঠিন, (বরং) বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করার একটা সুযোগ। (পরের বিশ্বকাপ) কোথায় হবে, সেটি ভেবে দেখতে হবে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে বলে আমরা কিছুটা বেশি জানি, অন্য দলগুলোর তুলনায় (বেশি) সফর করেছি সেখানে। সেসব ভেবেই ঠিক কম্বিনেশনটা খুঁজে বের করার চেষ্টা করা হবে। অনেক খেলোয়াড়ের জন্যই এটি সুযোগ।’

সারাবাংলা/এসএইচএস

চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর