Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালকে উড়িয়ে মিশন শুরু, তহুরার হ্যাটট্রিক


১৭ ডিসেম্বর ২০১৭ ১৭:২৫

স্টাফ করেসপন্ডেন্ট

স্বাগতিক বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি নেপাল। সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের প্রথম ম্যাচে নেপালকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। দলের হয়ে তহুরা এই আসরে প্রথম হ্যাটট্রিক করেছেন। এছাড়া আনুচিং করেছেন জোড়া গোল। বাকি গোলটি করেন মনিকা।

রোববার (১৭ ডিসেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে দুর্দান্ত গতিতেই এগুতে থাকে বাংলাদেশের মেয়েরা। তহুরা-মার্জিয়া-মারিয়া-মনিকাদের দারুণ গতির কাছে প্রথমার্ধেই ম্যাচ হেরে যায় নেপাল। এই অর্ধে  গোল হয়েছে চারটি।

ম্যাচের ১১ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল জালে জড়িয়ে বাংলাদেশকে লিড পাইয়ে দেন মনিকা চাকমা। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। মার্জিয়ার কর্নার থেকে পাওয়া বল আঁখি নামিয়ে দিলে আনুচিং মারমার সাইড ভলিতে জালে বল জড়ায়। এরপর ৩২ মিনিটে তহুরা গোল করে দলকে নিয়ে যান ৩-০ ব্যবধানে। আর বিরতির আগে নিজের জোড়া গোল পূর্ণ করেন আনুচিং মারমা (৪-০)।

বিরতির পর আরও দুটি গোল পায় বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ৫৭ মিনিটে দলের পঞ্চম আর নিজের জোড়া গোল করেন তহুরা (৫-০)। ৭২ মিনিটে আনুচিংয়ের বাড়ানো বলে বাঁ পায়ের জোরালো শটে হ্যাটট্রিক পূরণ করেন তহুরা খাতুন (৬-০)।

দিনের প্রথম ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারানো ভারত আগামী মঙ্গলবার নেপালের মুখোমুখি হবে। গত বছর এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে নেপালকে ৯-০ ব্যবধানে উড়িয়ে দেওয়া বাংলাদেশ মঙ্গলবার প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ভুটানকে।

সারাবাংলা/এমআরপি/১৭ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন
সর্বশেষ

২ দিনে আয় ২৮৯ কোটি টাকা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩২

মৌসুমী হামিদের সংসার যেমন চলছে
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৬

সম্পর্কিত খবর