Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পারফেক্ট’ সিরিজ শেষে তামিমের উচ্ছ্বাস

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৩ ২৩:১২

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশ সম্ভবত সম্ভাব্য সবই করে দেখাল। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই প্রতিপক্ষকে রীতিমতো পিষে ফেলেছে তামিম ইকবালের দল।

প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করে ৩৩৮ রান তুলেছিল বাংলাদেশ, ওয়ানডেতে বাংলাদেশের যা সর্বোচ্চ রানের রেকর্ড। পরে আইরিশদের মাত্র ১৫৫ রানে গুটিয়ে দিয়ে ১৮৩ রানে জিতেছিল টাইগাররা। রানের হিসেবে যেটা বাংলাদেশের সবচেয়ে বড় জয়। ওই ম্যাচে রেকর্ড পাঁচটি ক্যাচ নেন মুশফিকুর রহিম।

বিজ্ঞাপন

দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করে ৩৪৯ রান তোলে বাংলাদেশ। অর্থাৎ প্রথম ওয়ানডেতে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়ে পরের ম্যাচেই সেটা ভেঙ্গে দেয় বাংলাদেশ। ৬০ বলে সেঞ্চুরি করে দেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন মুশফিকুর রহিম। অবশ্য বৃষ্টির কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে ওই ম্যাচ।

অজ তৃতীয় ম্যাচে আবারও বাংলাদেশি ক্রিকেটারদের দাপট। আগে বোলিং করে আইরিশদের মাত্র ১০১ রানেই গুটিয়ে দেয় বাংলাদেশ। পরে ১০ উইকেটে ম্যাচ জিতেছে স্বাগতিকরা। যেটা উইকেটের হিসেবে বাংলাদেশের সেরা জয়। আজ ১০১ রানের জবাব দিতে নেমে ২২১ বল হাতে রেখে জিতেছে বাংলাদেশ। এর চেয়ে বেশি বল হাতে রেখে একবারই জিততে পেরেছিল বাংলাদেশ।

২০১৯ সালে জিম্বাবুয়েকে মাত্র ৪৫ রানে গুটিয়ে দিয়ে পরে ২২৯ বল হাতে রেখে ম্যাচ জিতেছিল টাইগাররা। আজ ১০১ রানের জবাব দিতে নেমে তার চেয়ে মাত্র আট বল বেশি খেলেছে তামিম ইকবালের দল। পুরো সিরিজে বাংলাদেশ ফিল্ডিংয়েও ছিল দুর্দান্ত।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, যা যা সম্ভব তার দল এই সিরিজে তার সবই করেছে, ‘এটিকে পারফেক্ট সিরিজই বলতে পারি। যদি খামতি জোর করে বের করতে হয়, তাহলে বলব দ্বিতীয় ম্যাচটা পরিত্যক্ত না হলে ভালো হতো। এর বাইরে আমাদের নিয়ন্ত্রণে যা যা ছিল, আমরা সবই করেছি।’

বিজ্ঞাপন

‘আপনারা আজকেও উইকেটটা দেখেছেন, প্রথমে ব্যাট করা আসলেই সহজ নয়। বিশেষ করে প্রথম ১৫-২০ ওভার খুব কঠিন। কিন্তু আমরা প্রথম দুই ম্যাচে সেই চ্যালেঞ্জটা নিয়েছি, বড় রান করেছি। দিন শেষে অধিনায়ক হিসেবে আমি খুবই সন্তুষ্ট যে, আমরা প্রায় সব বক্সেই টিক দিয়েছি।’

এই সিরিজের প্রতি ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং দেখিয়েছে বাংলাদেশ। অধিনায়ক তামিম বলছেন, দলের প্রতি তার বার্তা ব্যাটিংয়ে প্রসেসটা ঠিক রাখা, ‘দলের প্রতি আমার বার্তাটা খুবই সাধারণ থাকে। আপনি যদি খেয়াল করেন, দুইবার টসে আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, আপনার কত রান করার কথা ভাবছেন? আমি এমন একজন যে লক্ষ্য ঠিক করে দেই না। আমি কোনো দিন আমার দলকে যেয়ে বলি না যে, আমাদের ৩৫০-৩৬০ করতে হবে। আমি যা বলি, তা হলো আমাদের প্রক্রিয়াটা অনুসরণ করতে হবে। তা করে আমরা ২৬০-২৭০ রান করি, তাও ঠিক আছে। ওটা অনুসরণ করে যদি ৩৫০ করি, তাহলেও খুশি।’

তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় না, কেউ এসে বলে দিলো আমরা ৩৫০ করব এবং সেটি হয়ে যাবে। প্রক্রিয়াটা অনুসরণ করতে হবে। শেষ (দ্বিতীয়) ম্যাচের কথাই বলি, আমরা ৩৫০ রান করেছি। কিন্তু এখন কাউকে বললে বুঝবে না যে, শুরুর দশ ওভারে ব্যাট করাটা কত কঠিন ছিল। কারণ আমরা শেষ পর্যন্ত ৩৫০ রান করেছি। শুরুর দশ ওভারে কোনো উইকেট হারাইনি, এটা ৩৫০ করার বড় একটা অংশ ছিল। তো প্রক্রিয়াটা অনুসরণ করতে হবে। সব বক্স টিক দিতে পারলে আমরা শেষ পর্যন্ত বড় রান করতে পারব। এমন না যে, আগে থেকে বলে দেওয়া হয়, ‘যা হওয়ার হোক, আমাদের ৩৫০ রান করতে হবে।’ আমাদের প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এরপর যা হবে, তা-ই নেব আমরা।’

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল হ্যানয়ে বাংলাদেশ দূতাবাস

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর