Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সাকিবদের সামনে বৃষ্টির বাধা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৩ ১৫:৪৩ | আপডেট: ২৯ মার্চ ২০২৩ ১৫:৪৬

ওয়ানডে সিরিজ জয়ের পর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেও সফরকারী আয়ারল্যান্ডকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় টি-টোয়েন্টি জিতলেই এই সিরিজ জয় নিশ্চিত। এমন সমীকরণে দাঁড়িয়ে বৃষ্টি বাঁধার সামনে সাকিব আল হাসানের বাংলাদেশ। বৃষ্টির কারণে বারবার বিলম্বিত দ্বিতীয় টি-টোয়েন্টি।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা খেলছে চট্টগ্রামে। দুদিন আগে সেখানে প্রথম টি-টোয়েন্টিতেও ছিল বৃষ্টির উৎপাত। আজ বৃষ্টির বিড়ম্বনা আরও বেশি।

বিজ্ঞাপন

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টায়, টস হওয়ার কথা ছিল দেড়টায়। টসের পরপরই স্টেডিয়াম অঞ্চলে বৃষ্টির হানা।

এক ঘন্টার বেশি সময় পর বৃষ্টি থেমে গেলে এক ওভার কমিয়ে ম্যাচের দৈর্ঘ্য নির্ধারণ করা হয় ১৯ ওভার। কিন্তু ১৯ ওভারের খেলা শুরু হওয়ার আগে আবারও বৃষ্টির হানা। পরে সেই বৃষ্টি থামলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে ১৭ ওভারে।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিটে ১৭ ওভারের খেলা শুরু হওয়ার কথা রয়েছে। ৬ ওভারের বদলে পাওয়ার প্লে হবে ৫ ওভারের। সর্বোচ্চ ২ জন বোলার ৪ ওভার করে বোলিং করতে পারবেন। বাকিরা বোলিং করতে পারবেন ৩ ওভার করে।

উল্লেখ্য, আজ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। আয়ারল্যান্ড একাদশে পরিবর্তন একটি।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন, শামীম হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

বিজ্ঞাপন

আয়ারল্যান্ড একাদশ: মার্ক এডেয়ার, রস এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ফিওন হ্যান্ড, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর