১০ জনের সিটির কাছেও হারত লিভারপুল: ক্লপ
২ এপ্রিল ২০২৩ ১২:০৩
২০২২/২৩ মৌসুমটা বিভীষিকার কাটছে লিভারপুলের। সব ধরনের প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে অনেক আগেই। প্রিমিয়ার লিগে শীর্ষ চারে শেষ করার যে রাস্তা ছিল সেটিও ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। ম্যানচেস্টার সিটির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে অল রেড কোচ ইয়্যুর্গেন ক্লপ বলছেন ১০ জনের সিটির বিপক্ষেও হারত এই লিভারপুল।
সিটির মাঠে ম্যাচের শুরুতেই উল্লাসে ভাসে অল রেডরা। মোহাম্মদ সালাগর গোলে এগিয়ে যাওয়ার পর বিষাদে ভরে গেল বাকি ম্যাচটা। পিছিয়ে পড়ার পর সিটির হয়ে জাল খুঁজে পেলেন হুলিয়ান আলভারেজ, কেভিন ডি ব্রুইন, ইয়াকি গুন্দোয়ান এবং জ্যাক গ্রিলিশ।
প্রথমার্ধে রদ্রি সম্ভাব্য লাল কার্ড দেখা থেকে বেঁচে যান। তবে লাল কার্ড দেখলেও ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে আসত না বলেই মনে করেন অল রেড কোচ ইয়্যুর্গেন ক্লপ। ৩৩তম মিনিটে জোতাকে ফাউল করে হলুদ কার্ড দেখেন তিনি। দুই মিনিটের ব্যবধানে তিনি বাজে কায়দায় ফেলে দেন কোডি গাকপোকে। তবে লিভারপুলের ফুটবলারদের জোরালো আবেদন সত্ত্বেও স্প্যানিশ মিডফিল্ডারকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি রেফারি।
ক্লপ মনে করেন, গার্দিওলার দল ১০ জনের হলেও লিভারপুল তাদের সঙ্গে পারত না। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রদ্রি কি দ্বিতীয় হলুদ কার্ড পেতে পারত? হ্যাঁ, সম্ভবত। কিন্তু আমরা চাইলেও তো আর সে কার্ড পাচ্ছে না। সত্যি বলতে, ১০ জনের বিপক্ষেও আমরা জিততে পারতাম কিনা আমি নিশ্চিত নই।’
চলতি মৌসুমে ব্যর্থতার জাল ছিঁড়ে বেরোতেই পারেনি লিভারপুল। ক্লপ অবশ্য আরও বড় ব্যবধানে হারের কথাই ভেবেছিলেন। তিনি বলেন, ‘৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ার পর এখানে ঘুরে দাঁড়ানো কঠিন। তারপরও আমরা সুযোগ পেয়েছিলাম ব্যবধান ৩-২ করার, রবার্টসন বাঁ-দিক দিয়ে আক্রমণে উঠেছিল। তবে সিটি নিজেদের মতো করেই খেলতে পেরেছে। আর আমরা তাদের অনেক জায়গা করেই দিয়েছি। আমরা নিজেদের ভাগ্যবান বলতেই পারি যে সিটি আরও বেশি গোল করতে পারেনি।’
সারাবাংলা/এসএস