Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়ারল্যান্ডের বিপক্ষে সেরা দল নিয়ে খেলার গুরুত্ব বুঝালেন রাজ্জাক

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৩ ২০:৫৭

আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টটা না খেলে আইপিএলে যেতে চেয়েছিলেন সাকিব আল হাসান ও লিটন দাস। বিষয়টি নিয়ে নানান আলোচনা উঠলেও শেষ পর্যন্ত সাকিব-লিটনকে ছুটি দেয়নি বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে পূর্ণ শক্তির টেস্ট দলই ঘোষণা করেছে বাংলাদেশ। নির্বাচক আব্দুর রাজ্জাক আজ আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণ শক্তির টেস্ট দল দেওয়ার গুরুত্ব ব্যাখ্যা করেছেন।

টেস্ট ম্যাচ শুরুর আগে আয়ারল্যান্ডের বিপক্ষেওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। টেস্টে সফরকারী দলটি বাংলাদেশের চেয়ে আরও পিছিয়ে। ফলে অনেকেই বলছিলেন, সাকিব-লিটনদের আইপিএলের জন্য আগাম ছুটি দেওয়া যেতেই পারে। কিন্তু শেষ পর্যন্ত সাকিব-লিটনকে ছাড়েনি বিসিবি। আজ আব্দুর রাজ্জাক বলেছেন, এমন বড় দল হয়ে যাইনি যে ৪-৫ জন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে দিবো। নিজেদের সেরা দল নিয়ে মাঠে নেমে আইরিশদের দুমড়েমুচড়ে দিয়ে নিজেদের শক্তির প্রমাণ রাখা উচিত এমন মন্তব্যও করেছেন রাজ্জাক।

বিজ্ঞাপন

রোববার (২ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আব্দুর রাজ্জাক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘আমার সোজা হিসাব, আমি চাই জিততে। খুব ভালোভাবে টেস্ট ম্যাচটা জিততে চাই। একটা সময় ছিল শুরুর দিকে আমরা যখন টেস্ট খেলেছি, তখন প্রতিপক্ষ আমাদের সঙ্গে দাপট দেখিয়ে জিতত। আমরাও আয়ারল্যান্ডের সঙ্গে সেভাবেই খেলতে চাই, যাতে করে বোঝানো যায় যে আমাদের উন্নতি হচ্ছে। নতুন যারা আসছে, তাদের সঙ্গে আমাদেরও পার্থক্যটা এ রকম।’

সাবেক এই তারকা স্পিনার বলেন, ‘টেস্ট ম্যাচ একটা ভিন্ন জিনিস। প্রথম দিকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা যখন আমাদের সঙ্গে খেলত, তখন তারা পূর্ণ শক্তির দলই খেলাত। ভারত কিন্তু টেস্ট খেলতে মূল দলটাই নিয়ে আসে। এটা হয়তো টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তবে টেস্ট জেতা একটা বড় বিষয়। এটা থেকে কেউ আসলে নিজেদের বঞ্চিত করতে চায় না।’

বিজ্ঞাপন

সাকিব-লিটনকে টেস্ট ম্যাচ থেকে ছুটি না দেওয়া প্রসঙ্গে রাজ্জাক বলেন, আমি ব্যক্তিগতভাবে চাই একদম সেরা দলটাই খেলুক। যেহেতু এটা একটা টেস্ট ম্যাচ। টেস্টে কোনো দলের বিপক্ষে কোনো সুযোগ নেওয়া উচিত নয়। কারণ, টেস্ট ম্যাচ জিতে রাখাই ভালো। আর আমরা এখনো ওরকম পরিস্থিতিতে যাইনি যে ৪-৫ জন ক্রিকেটার না থাকলেও কোনো সমস্যা হবে না। আমার মনে হয়, ওই পর্যায়ে যেতে আমাদের এখনো সময় লাগবে। আমরা এই ম্যাচটা দাপট দেখিয়ে জিততে চাই, খুব ভালোভাবে জিততে চাই। আমাদেরও তো জানা দরকার আছে আমরা টেস্টে কোন অবস্থায় আছি।’

৪ এপ্রিল মিরপুরে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টেস্ট ম্যাচটি।

সারাবাংলা/এসএইচএস

আব্দুর রাজ্জাক লিটন দাস সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর