Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাইজুল ঘূর্ণিতে ২১৪ রানে অলআউট আয়ারল্যান্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৩ ১৬:৪৩

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পরে আয়ারল্যান্ড। তারপর হ্যারি ট্যাক্টর ও কার্টিস ক্যাম্ফার, লোরকান টাকাররা প্রতিরোধ গড়তে চেয়েছেন। তবে তাইজুল ইসলামের নিয়ন্ত্রিত বোলিংয়ে কেউই ইনিংস বড় করতে পারেননি। সকালের আদ্রতা কাটতেই আইরিশদের শিবিরে স্পিন বিষ ঢালতে থাকনে তাইজুল। অপর স্পিনার মেহেদি হাসান মিরাজও দারুণ বোলিং করেছেন। বাংলাদেশের স্পিন বিষে দুইশ পেরুতেই শেষ আয়ারল্যান্ড।

বিজ্ঞাপন

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ২১৪ রানে গুটিয়ে গেছে আয়ারল্যান্ডের প্রথম ইনিংস। সফরকারীদের ইনিংসে একটি মাত্র ফিফটি করেছেন হ্যারি ট্যাক্টর (৫০)। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম নিয়েছেন পাঁচ উইকেট। ৪০ টেস্টের ক্যারিয়ারে এ নিয়ে ১১তম বারের মতো পাঁচ উইকেট পেলেন তাইজুল। মেহেদি হাসান মিরাজ নিয়েছেন দুই উইকেট।

আশ্চর্যের বিষয় স্পিনারদের দাপটের দিনে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বোলিং করেছেন মাত্র তিন ওভার। দিনের তৃতীয় সেশনে ৬৬তম ওভারে প্রথমবার বোলিং করতে আসা সাকিব তিন ওভার বোলিং করেই আবার সরিয়ে নিয়েছেন নিজেকে।

মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। ইনজুরির কারণে তাসকিন আহমেদ আয়ারল্যান্ডের বিপক্ষে এই একমাত্র টেস্টটি খেলতে পারছেন না। তবে পেস আক্রমণের সেরা তারকা না থাকলেও শুরুটা দারুণই হয়েছে বাংলাদেশের।

পঞ্চম ওভারেই উইকেট পেয়েছে বাংলাদেশ। তাসকিনের অনুপস্থিতিতে দলে সুযোগ পাওয়া পেসার শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পরেন আইরিশ ওপেনার মারে কামিন্স। শরিফুলের ‍ফুল লেংথের ডেলিভারিতে লাইনে যেতে পারেননি কামিন্স, আউট হয়েছেন ৫ রান করে।

খানিক বাদে অপর ওপেনার জেমস ম্যাককালামকে স্লিপে ক্যাচ বানান অপর পেসার ইবাদত হোসেন। ২৭ রানে দুই ওপেনারকে হারানো আয়ারল্যান্ড তারপর একটা প্রতিরোধ গড়তে চেয়েছে। অ্যান্ডি বালবার্নি ও হ্যারি ট্যাক্টর মিলে বেশ ভালোই এগুচ্ছিলেন। তবে দলীয় পঞ্চাশের আগেই এই জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম।

তাইজুলের নিচু হওয়া বলে সুইপ খেলতে গিয়ে মিস করেন বালবার্নি। রিভিউ নিয়েও এলবিডব্লিউ আউট থেকে বাঁচতে পারেননি ১৬ রান করা আইরিশ অধিনায়ক। অবশ্য এরপরই সবচেয়ে বড় প্রতিরোধটা গড়েছে আয়ারল্যান্ড। চতুর্থ উইকেটে ৭৪ রানের জুটি গড়েন হ্যারি ট্যাক্টর ও  কার্টিস ক্যাম্ফার। এই জুটি ভাঙতেই তাইজুল আর মিরাজের সমন্বিত আক্রমণের বিপক্ষে পেরে উঠেনি আয়ারল্যান্ড।

বিজ্ঞাপন

দলীয় ১২২ রানের মাথায় মেহেদি হাসান মিরাজর দারুণ এক টার্ন বলে সরাসরি বোল্ড হয়েছেন ৯২ বলে ৬টি চার ১টি ছয়ে ঠিক ৫০ রান করা হ্যারি ট্যাক্টর। এরপর পর পর দুই ওভারে দুই উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। নতুন ব্যাটার পিটার মুরকে তামিম ইকবালের সহজ ক্যাচ বানান তাইজুল। পরের ওভারে দারুণ খেলতে থাকা কার্টিস ক্যাম্ফারকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন।

৩ উইকেটে ১২২ থেকে অল্পক্ষণেই ৬ উইকেটে ১২৪ হয়ে পরে আয়ারল্যান্ড। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়ে ২১৪ রানে গুটিয়ে গেছে আয়ারল্যান্ড। শেষ দিকে লোরকান টাকার ৩৭ ও পেসার মার্ক আদায়ের ৩২ রান করেন। কার্টিস ক্যাম্ফার ৩৪ রান করেছেন।

বাংলাদেশের পক্ষে ২৮ ওভারে ৫৮ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছেন তাইজুল। মেহেদি হাসান মিরাজ ১৭.২ ওভারে ৪৩ রান খরচায় নিয়েছেন দুই উইকেট। পেসার ইবাদত হোসেন ১২ ওভারে ৫৪ রান খরচায় নিয়েছেন দুই উইকেট।

সারাবাংলা/এসএইচএস

তাইজুল ইসলাম বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর