Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমসিসি’র আজীবন সম্মানিত সদস্যপদ পেলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক
৫ এপ্রিল ২০২৩ ১৮:০২ | আপডেট: ৬ এপ্রিল ২০২৩ ১০:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সম্মানিত সদস্যপদ পেলেন মাশরাফি বিন মুর্তজা। বুধবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে এমসিসি।

মাশরাফি বিন মুর্তজার আগে অবশ্য আরেক বাংলাদেসি এমিসিসি’র আজীবন সদস্যপদ লাভ করেছেন। টাইগারদের সাবেক অধিনায়ক দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ পেলেন। তার আগে এই সম্মানে ভূষিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।

বুধবার এই বিবৃতিতে ৮টি টেস্ট খেলুড়ে দেশের মোট ১৯ ক্রিকেটারকে আজীবন সম্মানিত সদস্য করেছে।

বিজ্ঞাপন

এই তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটার মেরিসা আগুইলেইরা (২০০৮-১৯), ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (২০০৪-১৯), ঝুলন গোস্বামী (২০০২-২২), ইংল্যান্ডের জেনি গান (২০০৪-১৯), পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ (২০০৩-২১), অস্ট্রেলিয়ার র‍্যাচেল হেইন্স (২০০৯-২২), ইংল্যান্ডের লরা মার্শ (২০০৬-১৯), সাবেক ইংলিশ অধিনায়ক এউইন মরগান (২০০৬-২২), বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা (২০০১-২০১৯), সাবেক ইংলিশ ব্যাটার কেভিন পিটারসেন (২০০৫-১৪), ভারতের সাবেক অলরাউন্ডার সুরেশ রায়না (২০০৫-১৮), ভারতের নারী ক্রিকেটার মিতালি রাজ (১৯৯৯-২২), নিউজিল্যান্ডের অ্যামি সাটারওয়েট (২০০৭-২২), ইংল্যান্ডের অ্যানিয়া স্রাবসোল (২০০৮-২২), সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং (২০০০-১৭), দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন (২০০৪-২০), নিউজিল্যান্ড ব্যাটার রস টেইলর (২০০৬-২২)।

সারাবাংলা/এসএস

আজীবন সদস্য এমসিসি টপ নিউজ মাশরাফি বিন মুর্ত্তজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর