Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে টেক্টর-টাকার প্রতিরোধ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৩ ১২:৫৯ | আপডেট: ৬ এপ্রিল ২০২৩ ১৩:০৩

মিরপুর টেস্টের তৃতীয় দিনে বেশ ভালোই প্রতিরোধ গড়ে তুলেছে আয়ারল্যান্ড। বাংলাদেশের তিন স্পিনার সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ কাল যেভাবে দাপট দেখিয়েছেন তাতে মনে হচ্ছিল ইনিংস পরাজয় হয়তো এড়াতে পারবে না সফরকারীরা। কিন্তু আজ প্রথম সেশনের প্রতিরোধে ইনিংস পরাজয় এড়ানোর একদম কাছাকাছি আয়ারল্যান্ড।

৪ উইকেটে ২৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা আয়ারল্যান্ড ৫ উইকেটে ৯৩ রান তুলে দিনের প্রথম সেশনের খেলা শেষ করেছে। অর্থাৎ আজ দিনের প্রথম সেশনে ৬৬ রানের বিনিময়ে ১টি উইকেট তুলে নিতে পেরেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের শুরু থেকেই উইকেটে পরে থাকার চেষ্টা করে গেছে আয়ারল্যান্ড। আগের দিন দাঁতে দাঁত চেপে প্রতিরোধ গড়া হ্যারি ট্যাক্টর আজও ছিলেন অবিচল।

হ্যারি ট্যাক্টরের সঙ্গে আগের দিন ১০ রানে অপরাজিত থাকা পিটার মুর অবশ্য মনোযোগ বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। দলীয় ৫১ রানের মাথায় শরিফুল ইসলামের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন মুর। এরপর প্রথম সেশনের বাকি সময়টা নির্বিঘ্নেই কাটিয়ে দিয়েছেন হ্যারি ট্যাক্টর ও লরকান টাকার।

উল্লেখ্য, মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ২১৪ রান তুলেছিল আয়ারল্যান্ড। পরে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে তোলে ৩৬৯ রান।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর