Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয় দিন শেষ আয়ারল্যান্ডের লিড ১৩১

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৩ ১৭:২৬ | আপডেট: ৬ এপ্রিল ২০২৩ ১৭:২৭

আয়ারল্যান্ডকে প্রথম ইনিংসে ২১৪ রানেই গুটিয়ে দেওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের শুরুতেও বোলিং দাপট দেখাচ্ছিল। দ্বিতীয় ইনিংসে ৫১ রানেই সফরকারীদের পাঁচ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। ওদিকে নিজেদের প্রথম ইনিংসে সাকিব আল হাসানের দল তোলে ২৬৯ রান। সব মিলিয়ে মনে হচ্ছিল মিরপুর টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে বুঝি ইনিংস ব্যবধানেই জিততে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু লরকান টাকার, হ্যারি ট্যাক্টর, অ্যান্ডি ম্যাকব্রাইনরা দুর্দান্ত ব্যাটিংয়ে সেই ধারনা পাল্টে দিলেন।

বিজ্ঞাপন

ইনিংস পরাজয়ের শঙ্কায় থাকা আইরিশরাই এখন ১৩১ রানে এগিয়ে! ৮ উইকেটে ২৮৬ রান তুলে আজ তৃতীয় দিনের খেলা শেষ করেছে আয়ারল্যান্ড। অর্থাৎ দুই উইকেট হাতে রেখে ১৩১ রানের লিড পেয়েছেন সফরকারীরা। আগামীকাল নিশ্চয় লিডটা আরও বড় করার সুযোগ আইরিশদের সামনে। তেমনটা হলে মিরপুর টেস্টে জেতা হয়তো সহজ হবে না বাংলাদেশের জন্য।

শুরুতেই পাঁচ উইকেট হারানো আয়ারল্যান্ডের হয়ে প্রথমে প্রতিরোধ গড়ে তোলেন হ্যরি ট্যাক্টর, লরকান টাকার। লকান টাকার নিজের দুর্দান্ত ইনিংসটাকে সেঞ্চুরি পর্যন্ত নিয়ে গেছেন। আট নম্বরে নেমে অ্যান্ডি ম্যাকব্রাইন পরে প্রতিরোধ গড়েছেন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে  দিনের শুরু থেকেই উইকেটে পরে থাকার চেষ্টা করে গেছে আয়ারল্যান্ড। আগের দিন দাঁতে দাঁত চেপে প্রতিরোধ গড়া হ্যারি ট্যাক্টর আজও ছিলেন অবিচল।

হ্যারি ট্যাক্টরের সঙ্গে আগের দিন ১০ রানে অপরাজিত থাকা পিটার মুর অবশ্য মনোযোগ বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। দলীয় ৫১ রানের মাথায় শরিফুল ইসলামের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন মুর। এরপর প্রথম সেশনের বাকি সময়টা নির্বিঘ্নেই কাটিয়ে দিয়েছেন হ্যারি ট্যাক্টর ও লরকান টাকার।

সফরকারীদের দলীয় ১২৩ রানের মাথায় জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ১৫৯ বলে ৭টি চার ১টি ছয়ে ৫৬ রান করা হ্যারি ট্যাক্টরকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাইজুল। মনে হচ্ছিল এবার হয়তো প্রতিরোধ ভাঙল আইরিশরে। কারণ তারপর সফরকারীদের স্বীকৃত কোনো ব্যাটারই ছিলেন না।

কিন্তু আট নম্বরে নামা স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইনই হয়ে গেলেন ব্যাটার! লরকান টাকারের সঙ্গে ১১১ রানের দুর্দান্ত এক জুটি গড়ে আয়ারল্যান্ডের লিড নিশ্চিত করেন ম্যাকব্রাইন। এর মধ্যে টাকার অভিষেক সেঞ্চুরিও তুলে নিয়েছেন। ইবাদত হোসেনের বলে ফেরার আগে ১৬২ বলে ১৪টি চার ১টি ছয়ে ১০৮ রান করেন টাকার।

বিজ্ঞাপন

টাকার ফেরার পর পেসার মার্ক আদায়েরও অনেকক্ষণ সঙ্গ দিয়েছেন ম্যাকব্রাইনকে। ৪৯ বলে ১৩ রান করে তিনি ফিরেছেন তাইজুলের বলে। তারপর গ্রাহাম হিউমকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময়টা কাটিয়ে দিয়েছেন ম্যাকব্রাইন। দিন শেষে এই স্পিনার ৭১ রানে অপরাজিত। গ্রাহাম হিউম ৯ রানে অপরাজিত।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৮৬ রানে চার উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। সাকিব আল হাসান ২৬ রানে নিয়েছেন দুই উইকেট।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর