Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএল খেলতে না যাওয়ার যে কারণ জানালেন সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৩ ১৬:০৬

আইপিএলের এবারের মৌসুম খেলতে সাকিব আল হাসানের পর্যাপ্ত ছুটি পাওয়া না পাওয়া নিয়ে বহু কথা উঠছিল। তার মধ্যেই জানা যায়, এবারের আইপিএল আর খেলতেই যাবেন না সাকিব। আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার প্রশ্নে আজ সাকিব বলেছেন, ‘ফ্যামিলি ইমার্জেন্সি’।

আয়ারল্যান্ডের বিপক্ষে আজ একমাত্র টেস্ট শেষ হলো বাংলাদেশের। এই দলের বিপক্ষে আগামী মে মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই মাঝের সময়টাতে আইপিএল খেলতে সাকিব আল হাসান ও লিটন দাসকে ছুটি দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব-লিটন অবশ্য টেস্ট ম্যাচ না খেলেই চলে যেতে চেয়েছিলেন। কিন্তু তাতে রাজি হয়নি বিসিবি।

বিজ্ঞাপন

এদিকে জানা যায়, যেহেতু সাকিবকে লম্বা সময়ের জন্য পাওয়া যাচ্ছে না ফলে তার পরিবর্তে অন্য বিদেশি ক্রিকেটার নেওয়ার আগ্রহ প্রকাশ করে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স। সাকিবও কলকাতার এই আবেদনে রাজি হয়েছেন। আজ মুখোমুখি জিজ্ঞেসায় অবশ্য এসব কথা তুলতে চাইলেন না সাকিব। ‘ফ্যামিলি ইমার্জেন্সি’ কথাটাই বলেছেন দুবার।

আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে শেষ পর্যন্ত ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই উঠল আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার প্রসঙ্গ।

সাকিব বলেন, ‘অবশ্যই ভালো একটা সুযোগ ছিল। বিশ্বকাপের বছর, ভারতে (বিশ্বকাপ) খেলা। যদি যেতে পারতাম, তাহলে ভালো লাগত। কিন্তু যেহেতু ফ্যামিলি ইমার্জেন্সি তো ফ্যামিলি ইমার্জেন্সি।’

মোহামেডানের হয়ে এবার প্রিমিয়ার লিগ খেলছেন সাকিব। ফলে আইপিএলে না গেলে তার মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগ খেলার কথা।

বিজ্ঞাপন

তাকে আসলেই কি মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগ খেলতে দেখা যাবে? এমন প্রশ্নে সাকিবের উত্তর, ‘সেটা সময়ই বলে দেবে। দেখি।’

সারাবাংলা/এসএইচএস

আইপিএল টপ নিউজ বিসিবি সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর