এভারটনকে হারিয়ে লিগ টেবিলের তিনে ম্যানচেস্টার ইউনাইটেড
৮ এপ্রিল ২০২৩ ২০:৩৯
নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের তিন নম্বরের লড়াইটা বেশ ভালোই চলছে ম্যানচেস্টার ইউনাইটেডের। কদিন আগেই রেড ডেভিলদের হারিয়ে তিন নম্বর স্থানটা নিজেদের করে নেয় নিউক্যাসল। টানা দুই ম্যাচ জিতে আবারও তিন নম্বর স্থান ছিনিয়ে নিয়েছে ম্যানচেস্টারের ক্লাবটি। শনিবার (৮ এপ্রিল) ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে এভারটনকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে তারা।
পয়েন্ট টেবিলের তিন নম্বরে ওঠার দিনে এভারটনের জালে দুটি গোল জড়িয়েছে রেড ডেভিলরা। ওল্ড ট্রাফোর্ডে শুরুতে স্কট ম্যাকটমিনির গোলে লিড নেয় ইউনাইটেড। আর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্তোনিও মার্শিয়াল। লিগে টানা তিন ম্যাচে জয়হীন থাকার পর টানা দ্বিতীয় জয় পেল ম্যানচেস্টারের দলটি।
চলতি মৌসুমে ইপিএলের ২৯টি ম্যাচ খেলে এটি এরিক টেন হ্যাগের দলের ১৭তম জয়। ৫ ড্র আর ৭ হারে ইউনাইটেডের পয়েন্ট ৫৬। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৬৪ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। ৩০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তালিকার ১৮ নম্বরে আছে এভারটন।
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলে এভারটনকে চেপে ধরে ইউনাইটেড। দ্বাদশ মিনিটে এগিয়েও যেতে পারত তারা। বক্সের বাইরে থেকে আন্থনির জোরাল শট পোস্টে লাগে। ফিরতি বল ফাঁকা জালে পাঠাতে ব্যর্থ হন অ্যারন ওয়ান বিসাকা। ২৩তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাস ধরে আক্রমণে উঠে আরেকটি শট নেন অ্যান্থনি। এবার তার শট রুখে দেন এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।
মিনিট দুই পরে আবারও সুযোগ পান তরুণ এই ব্রাজিলিয়ান ফুটবলার। তবে এবার ডি বক্সে ঢুকে শট নেওয়ার আগেই বল কেড়ে নিয়ে বিপদমুক্ত করেন এভারটন ডিফেন্ডার বেন গডফ্রে। অবশেষের ম্যাচের ৩৬তম মিনিটে এসে গোলের দেখা পায় রেড ডেভিলরা। জডান সানচোর পাস থেকে বল পেয়ে দারুণ দক্ষতায় জালে বল জড়ান স্কট ম্যাকটমিনি। ৪৬৪ দিন পর প্রিমিয়ার লিগে ইউনাইটেডের হয়ে জালের দেখা পেলেন তিনি। সবশেষ গোলটি করেছিলেন ২০২১ সালের ডিসেম্বরে বার্নলির বিপক্ষে ঘরের মাঠে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে।
বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ে ইউনাইটেডের। তবে দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেতে রেড ডেভিলদের অপেক্ষা করতে হয় ম্যাচের ৭১তম মিনিট পর্যন্ত।আইরিশ ডিফেন্ডার বলের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হলে পেয়ে যান রাশফোর্ড। ইংলিশ ফরোয়ার্ডের পাস বক্সে পেয়ে নিচু শটে পিকফোর্ডকে ফাঁকি দেন মিনিট দশেক আগে বদলি নামা মার্শিয়াল। শেষ দিকে ফার্নান্দেজের বাঁ পায়ের শট পিকফোর্ড ঠেকিয়ে দিলে ব্যবধান আর বাড়েনি। আর ম্যানচেস্টার ইউনাইটেড মাঠ ছাড়ে ২-০ গোলের জয় নিয়ে।
সারাবাংলা/এসএস
ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার ইউনাইটেড বনাম পার্টিজেন বেলগ্রেড লিগ টেবিল