Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজী গ্রুপ ক্রিকেটার্সের তৃতীয় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৩ ১৯:১২

টিপু সুলতান, সুমান খানদের দারুণ বোলিংয়ে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১৬৯ রানেই আটকে রাখে গাজী গ্রুপ ক্রিকেটার্স। জয়ের দারুণ এই সুযোগটা পরে হাতছাড়া করেনি গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটিং লাইনআপ। শুরুতে ওপেনার হাবিবুর রহমান সোহানকে হারালেও পরে মেহেদি মারুফ ও ফারহান হোসেনের দারুণ এক জুটিতে ৭ উইকেটের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গাজী গ্রুপের এটা তৃতীয় জয়। অষ্টম ম্যাচ খেলতে নেমে তৃতীয় জয় পেল দলটি। এই জয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে আকবর আলীর দল।

বিজ্ঞাপন

শনিবার (৮ এপ্রিল) সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপির ৪ নম্বর মাঠে অগ্রণী ব্যাংকের বিপক্ষে শুরু থেকেই দাপুটে ক্রিকেট খেলেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলীয় ৪২ রানের মাথায় অগ্রণী ব্যাংকের ওপেনার সাদমান ইসলামকে রান আউট করেন মেহেদি মারুফ।

তারপর নিয়মিত বিরতিতেই উইকেট পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ৪৫.৪ ওভারে ১৬৯ রানে গুটিয়ে গেছে অগ্রণী ব্যাংক। ৪৪ বলে ৩৭ রান করা ওপেনার আজমির আহমেদ দলটির পক্ষে সর্বোচ্চ স্কোরার। নয়ে নেমে ৩৫ বলে ৩২ রান করা পেসার আবু হায়দার রনি দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে তরুণ স্পিনার টিপু সুলতান ১০ ওভারে ৩৮ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। তরুণ পেসার সুমন খান ২৪ রানে নিয়েছেন দুই উইকেট।

পরে জবাব দিতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্স সহজ জয় পেলেও শুরুটা অবশ্য তাদের ভালো ছিল না। ওপেনার হাবিুবর রহমান সোহান ফিরেছেন ইনিংসের দ্বিতীয় ওভারেই। তবে শুরুর এই ধাক্কা বুঝতেই দেননি মেহেদি মারুফ ও ফারহান হোসেন। দ্বিতীয় উইকেটে ১০৮ রানের জুটি গড়েন দুজন। গাজী গ্রুপের জয়ের রাস্তা তাতেই পাকা হয়েছে।

বিজ্ঞাপন

দুজনের কেউই অবশ্য দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। মেহেদি মারুফ ৯৭ বল খেলে ৬টি চার ২টি ছয়ে ৬৭ রান করেছন। ফারহান ৭৮ বল খেলে ৫টি চারে ৪৮ রান করে আউট হয়েছেন। এই দুজন ফেরার পর গাজী গ্রুপ ক্রিকেটার্সের জয়ের বাকি কাজটা সহজেই সেরেছেন রবি তেজা।

৩৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৭০ রান তুলে ফেলে গাজী গ্রুপ ক্রিকেটার্স। রবি তেজা তখন ৩৬ বলে ৩১ রানে অপরাজিত।

সারাবাংলা/এসএইচএস

গাজী গ্রুপ ক্রিকেটার্স ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর