জিতেও রিয়ালের আক্ষেপ, ল্যাম্পার্ডের প্রত্যাবর্তনের আশা
১৩ এপ্রিল ২০২৩ ১২:৫০
ঘরের মাঠ এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে চেলসিকে এক প্রকার উড়িয়েই দিয়েছে রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমা এবং মার্কো অ্যাসেন্সিওর গোলে ২-০ ব্যবধানে জিতেছে লস ব্ল্যাঙ্কোসরা। তবে স্কোরশিট ম্যাচে রিয়ালের দাপট সম্পূর্ণ বলছে না। আর তাই তো ম্যাচ শেষে আরও গোল না করার আক্ষেপে পুড়ছেন কার্লো আনচেলোত্তি এবং থিবো কোর্তোয়া। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগে টিকে থাকতে চেলসি কোচ স্ট্যামফোর্ড ব্রিজে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছেন।
চেলসিকে নিজেদের ঘরের মাঠে চেপে ধরে গোটা ম্যাচজুড়ে একের পর আক্রমণের মধ্য দিয়ে। জয়সূচক দুটি গোলও এসেছে তবুও এত আক্রমণ করেও গোলের সংখ্যা হয়নি প্রত্যাশা অনুযায়ী।
প্রথমার্ধের একমাত্র গোলটি করেন করিম বেনজেমা। চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে সবশেষ ৯ ম্যাচে দার গোল হলো ১৪টি। এই টুর্নামেন্টে তার সবশেষ ১১ গোলই ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে-চেলসির বিপক্ষে ৫টি, লিভারপুল ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩টি করে। সব মিলিয়ে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে ২৬ ম্যাচে ২০ গোল হয়ে গেল তার।
আধিপত্য দেখিয়ে চেলসিকে হারাল রিয়াল
এমন দাপুটে পারফরম্যান্সের পরেও স্কোরশিটে গোলের সংখ্যা মাত্র দুটি। এতেই বেশ অখুশি রিয়ালের গোলরক্ষক এবং চেলসির সাবেক গোলরক্ষক থিবো কোর্তোয়া।
‘প্রতিবারই বড় কোনো নকআউট ম্যাচ খেলার পর এরকম অনুভূতি হয় যে এটা করা যেত, ওটা করা উচিত ছিল, লড়াই এখানেই শেষ করে দেওয়া দরকার ছিল। ২-০ আমাদের জন্য ভালো ফল। তবে আমরা হতাশ যে তৃতীয় এমনকি চতুর্থ গোলটি করতে পারিনি। পরের সপ্তাহে (দ্বিতীয় লেগে) যখন মাঠে নামব, আশা করি আজকে আরেকটি গোল বেশি করতে না পারার আক্ষেপ করতে হবে না আমাদের।’—বলেন কোর্তোয়া।
চেলসির বিপক্ষে দুর্দান্ত জয়ে বেশ খুশি কোচ কার্লো আনচেলোত্তিও। তবে তিনিও আরও গোল না করায় কিছুটা অখুশিও।
আনচেলত্তি বলেন, ‘আমাদের পারফরম্যান্স ও ম্যাচের ফল নিয়ে আমরা সন্তুষ্ট। তবে লড়াই এখনই শেষ নয়। (পরের লেগে) আরও ৯০ মিনিটের লড়াই আমাদের বাকি আছে। সেটির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। ওরা ১০ জনের দল হয়ে যাওয়ার পর হয়তো আমাদের আরও বেশি কিছু করা উচিত ছিল, শেষ দিকে আমাদের প্রাণশক্তির কিছুটা ঘাটতিও ছিল। তবে আমরা সন্তুষ্ট। স্টাম্পফোর্ড ব্রিজে এই পারফরম্যান্সের পুনরাবৃত্তিই করতে হবে আমাদের।’
এদিকে সদ্যই চেলসির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পাওয়া ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড জানাচ্ছেন ঘরের মাঠে ঘুরে দাঁড়ানো সম্ভব। এবং তার দল সেটারই চেষ্টা করবে।
ল্যাম্পার্ড বলেন, ‘রিয়াল মাদ্রিদের মতো একটি দলের বিপক্ষে এটা (ঘুরে দাঁড়ানো) অবশ্যই অনেক অনেক বড় চ্যালেঞ্জ। তবে আমাদের সামনে দুয়ার এখনও খোলা। পরের সপ্তাহে (ফিরতি লেগে) সেই দুয়ার আমরা আরও খুলতে পারি কি না, এটা পুরোপুরিই নির্ভর করছে আমাদের ওপর। এই ম্যাচে বেশ কিছু ইতিবাচক দিক আছে আমাদের। তবে ফলাফলটাই হলো বাস্তব। মাত্রই আমি ছেলেদের বলে এলাম যে, স্টাম্পফোর্ড ব্রিজে বিশেষ কিছু হতেই পারে। ওরা অবশ্যই অনেক ভালো দল। তবে আমাদেরও বিশ্বাস রাখতে হবে।’
কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আগামী মঙ্গলবার (১৮ এপ্রিল) চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রীজে আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ।
সারাবাংলা/এসএস
উয়েফা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল রিয়াল মাদ্রিদ বনাম চেলসি