Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাসির-শান্তর সেঞ্চুরি, শীর্ষেই থাকল আবাহনী

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৩ ২০:৫৭ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ ১৩:৩২

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আজকের ম্যাচে জয় পেয়েছে পয়েন্ট টেবিলে উপরের দিকে থাকা দলগুলো। সিটি ক্লাবের বিপক্ষে দারুণ জয় পেয়েছে উড়তে থাকা আবাহনী লিমিটেড। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে জিতেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মাশরাফি বিন মুর্তজার লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

পাঁচ উইকেটের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল আবাহনী। ১১ ম্যাচে ১০ জয় পাওয়া আবাহনীর পয়েন্ট ২০। শেখ জামাল ধানমন্ডি ক্লাবও ১১ ম্যাচে ১০ জয়ে ২০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দুই নম্বরে। ১১ ম্যাচে সপ্তম জয়ের দেখা পাওয়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব উঠে এসেছে টেবিলের চার নম্বরে।

বিজ্ঞাপন

রোববার (১৬ এপ্রিল) বিকেএসপির চার নম্বর মাঠে আবাহনীর হয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। সিটি ক্লাবের ১৭২ রানের জবাব দিতে নেমে ৭ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় আবাহনী। মাহমুদুল হাসান জয়কে সঙ্গে নিয়ে তারপরই শান্তর প্রতিরোধ।

তৃতীয় উইকেট জুটিতে ১০৫ রান তোলেন দুজন। মাহমুদুল হাসান ৩৯ রান করে ফিরলে এই জুটি ভাঙে। তারপর আবারও নিয়মিত উইকেট হারাতে থাকে আবাহনী। তবে একপ্রান্ত আগলে রেখে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি নিজের সেঞ্চুরিও পূর্ণ করেছেন শান্ত।

৩৫.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৭৪ রান তোলে আবাহনী। শান্ত ১১২ বলে ১১টি চার ৩টি ছয়ে ১০২ রানে অপরাজিত ছিলেন। এর আগে সিটি ক্লাবের হয়ে তৌফিক খান ৭৯ রান করেন। আবাহনীর হয়ে রিশাদ হোসেন ২৯ রানে চার উইকেট নিয়েছেন।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের জয়ে দারুণ এক সেঞ্চুরি করেছেন নাসির হোসেন। আগে ব্যাটিং করে ২৭৩ রান তুলেছিল অগ্রণী ব্যাংক। পরে ৪৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য ২৭৭ রান তোলে প্রাইম ব্যাংক। নাসির ৯৮ বল খেলে ১২টি চার ৩টি ছয়ে ১১২ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৫০ ও মুশফিকুর রহিম ৫৩ রান করেন। এর আগে অগ্রণী ব্যাংকের ২৭৩ রানের সংগ্রহে দারুণ অবদান সাদমান ইসলাম অনিক ও জহুরুল ইসলামের। ৬২ রান করেছেন সাদমান, জহুরুলের ব্যাট থেকে এসেছে ৫৮ রান।

বিজ্ঞাপন

বিকেএসপির তিন নম্বর মাঠে রূপগঞ্জকে ভুগিয়েছে তাদের ব্যাটিং ব্যর্থতা। আগে ব্যাটিং করতে নেমে ১৬২ রানেই গুটিয়ে যায় মাশরাফি বিন মুর্তজার দল। সর্বোচ্চ ৫৩ রান করেছেন ইরফান শুক্কুর। পরে ২৮.১ ওভারেই এই রান পেরিয়ে গেছে শেখ জামাল। ওপেনার সাইফ হাসান ৭৮ ও রবিউল ইসলাম ৫৮ রান করেন। ২৪ রানে অপরাজিত ছিলেন ফজলে মাহমুদ রাব্বি।

সারাবাংলা/এসএইচএস

ডিপিএল নাজমুল হোসেন শান্ত নাসির হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর