রিয়ালের বিপক্ষে প্রতিশোধ নিতে চায় ম্যানসিটি
২০ এপ্রিল ২০২৩ ১৩:১৬
ম্যানচেস্টার সিটির কাছে এক প্রকার পাত্তাই পেল না বায়ার্ন মিউনিখ। ইতিহাদ স্টেডিয়ামে ৩-০ গোলে হারের পর ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায়তেও জয়ের দেখা পায়নি বায়ার্ন। এর্লিং হালান্ড আর জশুয়া কিমিখের গোলে ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি। আর তাতেই বিদায় নিতে হয়েছে বায়ার্নকে। আর সেমিফাইনালের টিকিট কেটেছে সিটি। এবারেও সেমিফাইনালে সিটির সামনে রিয়াল মাদ্রিদ। গেল মৌসুমে শেষ মিনিটের দুই গোলে সিটিকে হারিয়ে ফাইনালে উঠেছিল রিয়াল। তাই তো এবার রিয়ালের বিপক্ষে প্রতিশোধ নিতে চান সিটি কোচ পেপ গার্দিওলা এবং পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্দো সিলভা।
অপর সেমিফাইনাল হবে ‘মিলান ডার্বি’—মুখোমুখি হবে ইন্টার মিলান ও এসি মিলান। সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৯ মে ও ১০ মে। ফিরতি লেগ ১৬ ও ১৭ মে।
বায়ার্নের মাঠে ড্র করে সেমিতে ম্যানসিটি
গেল বছর রিয়ালের কাছে অবিশ্বাস্য হার ভুলে এবার প্রতিশোধ নিতে প্রস্তুত সিটি। এমনটাই মনে করছেন বার্নার্দো সিলভা। পর্তুগিজ এই মিডফিল্ডার বলেন, ‘আমরা অবশ্যই এটার জন্যই লড়ব। দল এই মুহূর্তে ভীষণভাবে আত্মবিশ্বাসী। আমার মনে হয় আমরা (ফাইনালে উঠতে) পাবো। কাজটা কঠিন হবে কিন্তু কঠোর পরিশ্রম করেই এবার শিরোপা ঘরে আনতে চাই।’
এদিকে বরাবরই রিয়ালকে সমীহ করে আসা সিটি কোচ পেপ গার্দিওলা বলছেন চ্যাম্পিয়নস লিগ জিততে হলে রিয়ালকে হারাতেই হবে। তিনি বলেন, ‘আমার মনে হয় সব ক্লাবই মনে করে যে এই প্রতিযোগিতা জিততে হলে রিয়াল মাদ্রিদকে হারাতে হবে। আগে এক সময় বার্সেলোনাকে নিয়ে এমন ভাবা হতো, এখন সেখানে রিয়াল।’
সারাবাংলা/এসএস
২০২২/২৩ মৌসুম উয়েফা চ্যাম্পিয়নস লিগ পেপ গার্দিওলা বার্নার্দো সিলভা রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি সেমিফাইনাল