Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ দল নিয়ে ডিসেম্বরেই বিজয় দিবস হকি লিগ


১৭ ডিসেম্বর ২০১৭ ২০:৩৬

স্টাফ করেসপন্ডেন্ট

বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় এর আগে কয়েকবার বিজয় দিবস হকি টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। তারই ধারাবাহিকতায় চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন বিজয় দিবস হকি প্রতিযোগিতা-২০১৭’।

টুর্নামেন্টের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ হকি ফেডারেশনের সদস্য ও ওয়ালটন বিজয় দিবস হকি প্রতিযোগিতার ‘টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি’ মাহবুবুল এহসান রানা জানান, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলতি মাসের শেষ সপ্তাহে মাঠে গড়াবে ওয়ালটন বিজয় দিবস হকি প্রতিযোগিতা-২০১৭। এবারের এই আসরে পাঁচটি সার্ভিসেস দল অংশ নেবে। দলগুলো হলো বাংলাদেশ বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও বিকেএসপি। আগের আসরগুলোর চেয়ে এবার প্রাইজমানি বাড়তে পারে।

ওয়ালটন বিজয় দিবস হকির বিষয়ে জানতে চাওয়া হলে ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে আমরা আগেও ছিলাম। এখনো আছি। চেষ্টা করব ভবিষ্যতেও হকির পাশে থাকতে। বর্তমানে হকির অবস্থা ভালো। আমরা চাই হকি আরো ভালো করুক। বিজয় দিবস হকির সঙ্গে আগেও আমরা ছিলাম। তারই ধারাবাহিকতায় এবারের বিজয় দিবস হকির সঙ্গে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহে মাঠে গড়াবে ওয়ালটন বিজয় দিবস হকি। পাঁচটা দল অংশ নিবে। আগের আসরগুলোর চেয়ে প্রাইজমানি বাড়ানো হবে। আশা করছি জমজমাট একটি টুর্নামেন্ট হবে।’

সারাবাংলা/এমআরপি/১৭ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর