Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুর্কমেনিস্তানকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৩ ১০:৩৯

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্বের ডি গ্রুপের ম্যাচে তুর্কমেনিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বুধবার সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল দিয়েছে থুইনু মারমা। একটি করে গোল করেছেন পুজা দাস, অধিনায়ক রুমা আক্তার, সুরভী আকন্দ প্রীতি ও তৃষ্ণা রানী।

অনূর্ধ্ব-১৭ দলটির বেশির ভাগ ফুটবলারের বিদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা নেই। কোচ গোলাম রব্বানী অবশ্য ম্যাচের আগে জানিয়েছিলেন, তাতেও মেয়েরা ভয় পাচ্ছেন না। মাঠের খেলায় তার কথার প্রমাণ মিলেছে।

বিজ্ঞাপন

ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। তৃতীয় মিনিটে লক্ষ্যভেদ করেন পুজা দাস। এর দুই মিনিট পর গোল পান থুইনু মারমা। বিরতিতে যাওয়ার ছয় মিনিট আগে অধিনায়ক রুমা আক্তারের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল পায় বাংলাদেশ। ৫৩তম মিনিটে নিজেদের দ্বিতীয় গোল আদায় করে নেন থুইনু মারমা। ৬০তম মিনিটে সফল স্পটকিক থেকে লক্ষ্যভেদ করেন সুরভী আকন্দ প্রীতি। ৮২তম মিনিটে ব্যবধান ৬-০ করেন তৃষ্ণা রানী। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করেন তিনি।

পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। আগামী ৩০ এপ্রিল মাঠে নামবে গোলাম রব্বানী ছোটনের দল।

উল্লেখ্য, বাছাই পর্বের প্রথম ধাপে গ্রুপ সেরা হতে পারলে সুযোগ মিলবে দ্বিতীয় ধাপে খেলার। এরপর মূল পর্বে। এর আগে ২০১৯ সালে অনূর্ধ্ব-১৬ বয়সীদের খেলায় দুই ধাপ পেরিয়ে মূল পর্বে খেলেছিল মেয়েরা। যদিও মূল পর্বের অভিজ্ঞতা সুখকর ছিল না বাংলাদেশের জন্য।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

অনূর্ধ্ব-১৭ এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাই নারী এশিয়ান কাপ বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর