Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুভেন্টাসকে বিদায় করে ফাইনালে ইন্টার

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৩ ১০:৪৭

ইতালিয়ান কাপের সেমিফাইনালে মুখোমুখি দুই জায়ান্ট জুভেন্টাস ও ইন্টার মিলান। ফাইনালের আগেই যেন আরেক ফাইনাল। দুই দলের প্রথম দেখায় তুরিনের বুড়িদের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছিল ইন্টার। এবার ঘরের মাঠ সান সিরোয় দ্বিতীয় লেগে ১-০ গোলে জিতেছে ইন্টার। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থাকায় ফাইনালের মঞ্চে উঠল শিরোপাধারীরা।

২০২১-২২ আসরের ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ২-২ সমতার পর অতিরিক্ত সময়ে ইন্টারের কাছে ৪-২ গোলে হেরেছিল জুভেন্টাস। ম্যাচের আগে দলটির কোচ মাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রি দিয়েছিলেন প্রতিশোধ নেওয়ার ঘোষণা। কিন্তু তার সেই বার্তা অনুদিত হয়নি মাঠের পারফরম্যান্সে।

বিজ্ঞাপন

ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে জুভেন্টাসকে ভোগাতে শুরু করে ইন্টার। বল দখলে রেখে দারুণ আক্রমণ করতে থাকে ইন্টার। ম্যাচের ১৫মিনিটেই গোলের দেখা পায় ফিলিপে ইনজাগির দল। নিকোলো বারেল্লার থ্রু পাস ধরে লক্ষ্যভেদ করেন ফেদেরিকো দিমারকো। ব্যবধান দ্বিগুণ করতে পারতেন ইন্টারের আর্জেন্টাইন স্ট্রাইকার লটারো মার্টিনেজ। কিন্তু তার নিচু শট পোস্ট ঘেঁষে বাইরে গেলে ব্যবধান দ্বিগুণ হয়নি।

গোল হজম করার পর ব্যাকফুটে চলে যাওয়া জুভেন্টাস দ্বিতীয়ার্ধেও ঘুরে দাঁড়াতে পারেনি। উল্টো আরেকটি গোল হজম করার উপক্রম হয়েছিল তাদের। হেনরিক মিখিতারিয়ানের গতিময় ভলি আটকান গোলরক্ষক, কিন্তু তাতে আটকায়নি ইন্টারের জয়োৎসব।

অপর সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার মুখোমুখি হবে ফিওরেন্তিনা ও ক্রিমোনেসে। প্রথম পর্বের ম্যাচ ২-০ গোলে জিতে সুবিধাজনক অবস্থানে আছে ফিওরেন্তিনা।

সারাবাংলা/এসএস

ইতালিয়ান কাপ জুভেন্টাস বনাম ইন্টার মিলান সেমিফাইনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর