Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পথভ্রষ্ট আর্তেতার অবিশ্বাস্য কিছুর প্রত্যাশা

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৩ ১৪:৩৪

অলিখিত ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে এক প্রকার উড়েই গেল আর্সেনাল। হারাল পয়েন্টের লিডও। আর তাতেই ফিকে হয়ে যাচ্ছে আর্সেনালের ১৯ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের আশা। পথভ্রষ্ট হয়ে পড়েছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। কোন পথে আগাবেন তাই যেন খুঁজে পাচ্ছেন না কোচ মিকেল আর্তেতা। তবে আশা ছাড়ছেন না তিনি।

একটা সময় সিটির চেয়ে ৮ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল আর্সেনাল। তবে পা হড়কে এখন সিটির চেয়ে দুই ম্যাচ বেশি খেলেও মাত্র ২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আর্সেনাল। অর্থাৎ নিজেদের দুই ম্যাচ জিতলেই শীর্ষে ঠেলে উঠবে সিটিজেনরা।

বিজ্ঞাপন

তাই তো শিরোপা জয়ের জন্য এখন নিজেদের ম্যাচগুলো কেবল জিতলেই হবে না আর্সেনালের। তাকিয়ে থাকতে হবে ম্যানচেস্টার সিটির দিকেও। তাই স্বাভাবিকভাবেই হতাশ আর্সেনাল কোচ, ‘দল হিসেবে আমাদের সেরা ছন্দে থাকার প্রয়োজন ছিল, কিন্তু আমরা তার ধারেকাছেও ছিলাম না। আমি জানি না এখন (শিরোপা জিততে) আমাদের কী করা প্রয়োজন।’

পেপ গার্দিওলার দলের কাছে এভাবে হেরে শিরোপা দৌড় থেকে ছিটকে যাওয়ায় মনোবল ভেঙে গেছে আর্সেনালের খেলোয়াড়দের। আর তাই তো খেলোয়াড়দের মনোবল ফিরিয়ে আনাই এখন আর্তেতার প্রধান লক্ষ্য। তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই ছেলেদের মনোবল উজ্জীবিত করতে হবে আবার, কারণ আজকে রাতে তারা অনেক ভুগেছে। এটা হজম করা অনেক কঠিন। এখনও পর্যন্ত যে কাজগুলি এই মৌসুমে আমরা ভালোভাবে করেছি, সেগুলো আবার করতে হবে এবং জিততে শুরু করতে হবে।’

হাতে এখনো ৫টি ম্যাচ আছে আর্সেনালের। অন্যদিকে সিটির বাকি আছে আরও ৭টি ম্যাচ। নিজেদের ম্যাচগুলো জয়ের পাশাপাশি সিটির হারও কামনা করতে হচ্ছে আর্তেতাকে। তাই তো মৌসুমের শেষভাগে এসে অবিশ্বাস্য কিছুরই প্রত্যাশা করছেন তিনি।

বিজ্ঞাপন

‘এখনও ৫টি ম্যাচ বাকি আছে। যে কোনো কিছুই হতে পারে। আগের বছরগুলোতে এমন অনেক কিছুই আমি দেখেছি। একটা দুর্দান্ত দলের সঙ্গে আমরা হেরে গিয়েছি এটা মেনে নিতে হবে। আজকের রাতটি আমাদের জন্য খুব কঠিন ছিল। তবে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে এবং আরও বড় ছবির দিকে তাকাতে হবে। এই ম্যান সিটি দলের সঙ্গে শিরোপা লড়াইয়ে আমরা হাড্ডাহাড্ডি অবস্থানে ছিলাম, এটিই অবিশ্বাস্য এক ব্যাপার।’—যোগ করেন আর্তেতা।

সারাবাংলা/এসএস

আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগ মিকেল আর্তেতা ম্যানচেস্টার সিটি বনাম আর্সেনাল

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর