Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএল ছেড়ে দেশে ফিরলেন লিটন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৩ ২০:০৩ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ ১১:৪৪

পারিবারিক কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছেড়ে দেশে ফিরেছেন লিটন দাস। ইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এমনিতেও কদিন পর আইপিএল ছেড়ে দেশে ফেরার কথা ছিল লিটনের। পারিবারিক কারণে দেশে ফিরতে হলো কদিন আগেই।

লিটনের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। কলকাতার মিডিয়া বিভাগের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘২৮ এপ্রিল, শুক্রবার, জরুরি পারিবারিক কারণে লিটন দাসকে বাংলাদেশে ফিরে যেতে হয়েছে। এই কঠিন সময় পেরিয়ে যেতে তার ও তার পরিবারের জন্য আমাদের শুভকামনা।’

বিজ্ঞাপন

এবারই প্রথম আইপিএল খেলতে গিয়েছিলেন লিটন। বাংলাদেশি ওপেনারের আইপিএল যাত্রাটা সুখকর হয়নি। মাত্র একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। গত ২০ এপ্রিল আইপিএলে অভিষেক হয় লিটনের। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সেই ম্যাচে ৪ বলে ৪ রান করে আউট হয়েছিলেন বাংলাদেশি তারকা। তারপর আর কলকাতার একাদশে ডাকা হয়নি তাকে।

কলকাতা নাইট রাইডার্সের বর্তমান অবস্থানও ভালো না। ৮ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাত নম্বরে আছে দলটি।

আগামী মে মাসে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ খেলতে ৩০ এপ্রিল ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

সারাবাংলা/এসএইচএস

আইপিএল লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর