চোটে সিটি ম্যাচও মিসের শঙ্কায় মদ্রিচ
২৯ এপ্রিল ২০২৩ ১২:১৮
মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় চলছে ক্লাব ফুটবলে। তিন প্রতিযোগিতায় এখনো টিকে আছে রিয়াল। যার মধ্যে মে মাসের প্রথম সপ্তাহেই আছে স্প্যানিশ কোপা দেল রে’র ফাইনাল এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগও। আর এমন গুরুত্বপূর্ণ সময়ে এসে চোটে পড়েছেন রিয়ালের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় লুকা মদ্রিচ।
ঊরুর পেশিতে চোট পেয়ে অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেছেন ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছেন, কোপা দেল রের ফাইনালে অভিজ্ঞ ক্রোয়াট মিডফিল্ডারের খেলা অনিশ্চিত। শঙ্কা আছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতেও খেলা।
বয়সটা ৩৭ হলেও এখনও রিয়াল মাদ্রিদের মধ্যমাঠের প্রধান সেনানি লুকা মদ্রিচ। চলতি মৌসুমে লা লিগায় খেলেছেন ২৮টি ম্যাচ। মঙ্গলবার লিগে জিরোনার বিপক্ষে ৪-২ গোলে হারের ম্যাচে ছিলেন শুরুর একাদশে। দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেন আনচেলোত্তি।
লা লিগায় রিয়ালের পরবর্তী ম্যাচে শনিবার আলমেরিয়ার বিপক্ষে মাঠে নামছে রিয়াল। আর এই ম্যাচের আগেই সংবাদ সম্মেলনে মদ্রিচের চোটের কথা জানিয়েছেন আনচেলোত্তি। তবে এই ম্যাচ ছাপিয়ে আলোচনায় উঠে আসছে কোপা দেল রে’র ফাইনালে মদ্রিচের খেলার বিষয়টি। শিরোপার লড়াইয়ে আগামী ৬ মে ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে স্পেনের সফলতম ক্লাবটি।
সংবাদ সম্মেলনে আনচেলোত্তি বলেন, ‘জিরোনার বিপক্ষে সে চোট পেয়েছে এবং এখন মাঠের বাইরে থাকবে। তার চোটের অবস্থা এখনও অজানা এবং আমরা জানি না সে কোপার ম্যাচের জন্য ফিট হবে কিনা। আমরা হতাশ এবং আমরা আশা করি গুরুত্বপূর্ণ ম্যাচগুলো খেলতে সে দ্রুতই সেরে উঠবে।’
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে শিরোপাধারী রিয়াল। প্রথম লেগ হবে আগামী ৯ মে।
লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার (৭৬ পয়েন্ট) চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে রিয়াল (৬৫ পয়েন্ট)। ৬৩ পয়েন্টে তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ। লিগে আগামী মঙ্গলবার চারে থাকা রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।
সারাবাংলা/এসএস
উয়েফা চ্যাম্পিয়নস লিগ চোট রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি লুকা মদ্রিচ সেমিফাইনাল