Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডের পথে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ মে ২০২৩ ১৪:০৬

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডের বিমান ধরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।

দুই ভাগ হয়ে দেশ ছেড়েছেন টাইগাররা। গতকাল রাতে কোচিং স্টাফ এবং পাঁচ ক্রিকেটার উড়াল দিয়েছেন ইংল্যান্ডের উদ্দেশ্যে। আজ সোমবার (১ মে) সকালে বাকিরা দেশ ছেড়েছেন। সকাল ১০টা ১৫ মিনিটে বাংলাদেশি ক্রিকেটারদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে।

সাকিব আল হাসান, লিটন দাস ও মোস্তাফিজুর রহমান দলের সঙ্গে যাননি। পারিবাকির ছুটি কাটাতে সাকিব যুক্তরাষ্ট্রে। আগামী ৫ মে সেখান থেকে সরাসরি ইংল্যান্ডে গিয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের। আইপিএল খেলতে মোস্তাফিজুর রহমান এখন ভারতে। সেখান থেকে সরাসরি ইংল্যান্ডে চলে যাবেন মোস্তাফিজ।

লিটন দাসও আইপিএল খেলতে গিয়েছিলেন ভারতে। তবে পারিবারিক কারণে আগেভাগেই দেশে ফিরে এসেছেন বাংলাদেশি তারকা। আগামীকাল ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা তার।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী ৯ মে। সিরিজের বাকি দুটি ওয়ানডে যথাক্রমে- ১২ ও ১৪ মে।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর